চীন-ফ্রান্স বিমান টিকিট বুকিং দ্বিগুণ! ভ্রমণের জনপ্রিয় স্থান হয়ে উঠছে অলিম্পিক স্টেডিয়াম
আগস্ট ১: ফ্রান্সের রাজধানী প্যারিস বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যের অন্যতম, এবং এবারের অলিম্পিক গেমসের আয়োজক হিসেবে এটি আরও বেশি বৈশ্বিক দৃষ্টি আকর্ষণ করেছে। এই গ্রীষ্মে প্যারিসের রাস্তায় কী কী আলাদা বিষয় রয়েছে? আজকের সংবাদ পর্যালোচনায় আমি এই বিষয়ে কথা বলবো।
প্যারিসে সিসিটিভি’র একজন সংবাদদাতার সূত্রে জানা গেছে, এই মুহুর্তে প্যারিসে হাঁটাহাঁটি করার সময় খুব বেশি ভিড় অনুভব হবে না। এবার প্যারিসে পর্যটকদের ধরন আগের চেয়ে তুলনামূলকভাবে আলাদা। আরও বেশি ফরাসি স্থানীয়রা প্যারিসে আসছেন অলিম্পিক গেমস দেখতে। জনপ্রিয় দর্শনীয় স্থানের পরিবর্তে অলিম্পিক স্টেডিয়াম শহরের সবচেয়ে উষ্ণ স্থানে পরিণত হয়েছে। তবে রীতি অনুসারে, একটি শহরের সংস্কৃতি ও পর্যটনের ওপর অলিম্পিক গেমসের প্রভাব কেবল যে প্রতিযোগিতার সময়কালের মধ্যে রয়েছে, তা নয়; বরং তা আরও দীর্ঘমেয়াদী কার্যকারিতার সঙ্গে জড়িত।
প্যারিস পর্যটন ব্যুরোর এক পরিসংখ্যানে বলা হয়, প্যারিস অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমস চলাকালে ১ কোটি ৫৩ লাখ মানুষ প্যারিসে আসবেন বলে অনুমান করা হচ্ছে। এর মধ্যে ১ কোটি ১৩ লাখ জন বিশেষভাবে অলিম্পিক গেমস দেখতে আসবেন, এবং তাদের মধ্যে ৮৬.৭ শতাংশ পর্যটকই আসছেন ফ্রান্স থেকে।
প্রতি বছরের জুলাই ও আগস্টে, ফরাসি জনগণ ছুটির সূচনা করে। প্যারিসিয়ানরা প্রায়শই এই সময়ে ছুটিতে যেতে পছন্দ করেন। একই সময়ে, প্রচুর পরিমাণের বিদেশী পর্যটক প্যারিসে আসেন।
এক পরিসংখ্যানে বলা হয়, অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আগে এবং পরের সপ্তাহে, চীন থেকে ফ্রান্সের বিমানের টিকিট বুকিংয়ের পরিমাণ ২০২৩ সালের একই সময়ের তুলনায় দ্বিগুণ হয়ে গেছে। প্যারিসের কেন্দ্রস্থলের হোটেলে বুকিংয়ের পরিমাণ ২০২৩ সালের একই সময়ের তুলনায় চারগুণ বেশি। সম্ভবত অলিম্পিক গেমসের কারণে, এই বছরের জুলাইয়ের শুরুর দিকে, প্যারিসে অবস্থান করা অধিবাসীদের সংখ্যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৪ শতাংশ বেশি হয়েছে।