সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন জর্জিয়া মেলোনি
জবাবে মেলোনি বলেন, এ বছর হলো দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠার ২০তম বার্ষিক এবং মার্কো পোলোর ৭০০তম মৃত্যুবার্ষিকী। ইতালি ও চীন দু’টি প্রাচীন সভ্যতার দেশ হিসেবে বরাবরই পরস্পরকে প্রশংসা করে ও একে অপরের কাছ থেকে শিখতে থাকে। বর্তমান আন্তর্জাতিক অবস্থা গভীরভাবে পরিবর্তন হচ্ছে। একটি গুরুত্বপূর্ণ বৃহত্তর দেশ হিসেবে বিশ্বজুড়ে চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে চীন অপরিবর্তনীয় ভূমিকা পালন পালন করে। ইতালি চীনের আন্তর্জাতিক অবস্থান ও ভূমিকার ওপর উচ্চ গুরুত্বারোপ করে এবং চীনের সঙ্গে আরো ঘনিষ্ঠ ও উচ্চ মানের অংশীদারি সম্পর্ক উন্নত করতে চায়। ইতালি এক চীন নীতিতে অবিচল থাকে এবং চীনের সঙ্গে সংলাপ ও সহযোগিতা জোরদার করতে চায়। ইতালি চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক বিনিয়োগ, বৈদ্যুতিক গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাংস্কৃতিক যোগাযোগ উন্নীত করতে ইচ্ছুক। ইতালি বিচ্ছিন্নতা ও সংরক্ষণবাদের বিরোধিতা করে এবং ইউরোপীয় ইউনিয়ন চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে।
সাক্ষাত্কালে দু’দেশের ‘চীন ও ইতালি সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক জোরদারের কর্ম পরিকল্পনা (২০২৪-২০২৭)’ স্বাক্ষরিত হয়।