কেন মার্কিন শিল্পপ্রতিষ্ঠানের নেতারা এ সময় চীন সফর করেন?
চীনে অনেক বড় আকারের বাজার রয়েছে। যা চীনের একটি বড় সুবিধা। চীনের সংস্কার অব্যাহত উন্নয়নের সঙ্গে সঙ্গে, দেশের বিশাল আকারের বাজারের গুণগত মানও অব্যাহত উন্নত হবে।
এ ধরনের সুযোগ কেউ হারাতে চায় না। স্টারবাক্স-এর উদাহরণ দেওয়া যায়।। গত ৩১ মার্চ পর্যন্ত স্টারবাক্স চীনে ১১৮টি নতুন দোকান খুলেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ১৪ শতাংশ বেশি। চীনের বিশাল বড় আকারের বাজারের সুবিধা অব্যাহতভাবে উন্নত হচ্ছে। চীনের সংস্কারের নতুন সুযোগকে বিদেশি শিল্পপ্রতিষ্ঠান আরও ভাগাভাগি করতে পারবে।
মার্কিন শিল্পনেতাদের সফর থেকে বিশ্ববাসী আরও একটি বিষয় লক্ষ্য করতে পারে যে, চীন সবসময় ‘বিচ্ছিন্নতার’ বিরোধিতা করে। বরং, অভিন্ন উন্নয়ন হচ্ছে চীনের ধারণা ও আহ্বান। যা আর্থিক নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ; যা মার্কিন শিল্পপ্রতিষ্ঠানের কল্যাণের সঙ্গেও জড়িত। মার্কিন কিছু রাজনীতিক চীনের বিরুদ্ধে প্রযুক্তির খাতে সীমাবদ্ধতা আরোপসহ একাধিক নেতিবাচক ব্যবস্থা নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তবে, এবারের মার্কিন শিল্প-নেতাদের চীন সফর দলে, অ্যাপেলসহ প্রযুক্তগত কোম্পানির প্রধানগণ রয়েছে। এতে বোঝা যায়, মার্কিন বাব্যসায়ীরা প্রযুক্তি খাতে চীনের সঙ্গে ইতিবাচক সহযোগিতা চালাতে চায়।
চীনের বড় বাজার হচ্ছে বিশ্বের বড় সুযোগ। চীনের উন্নয়ন বিশ্বকে আরও বেশি নিশ্চয়তা ও স্থিতিশীলতা দিয়েছে। ভবিষ্যতে, সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে উত্থাপিত তিন শতাধিক গুরুত্বপূর্ণ সংস্কার ব্যবস্থা বাস্তবায়নের পাশাপাশি, চীনের বাজারের প্রাণশক্তি অব্যাহতভাবে উন্নত হবে। যা চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নে চালিকাশক্তি যোগাবে, পাশাপাশি তা মার্কিন শিল্পপ্রতিষ্ঠানসহ নানা দেশের শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নে আরও বেশি সুযোগসুবিধা দেবে। এবারে চীনা কর্মকর্তা মার্কিন শিল্পপ্রতিষ্ঠানের নেতাদের সাথে বৈঠকে তারা জানান, সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বিনিময় জোরদার হবে।বিশ্বের আধুনিকায়ন বাস্তবায়নের পথে হাতে হাত রেখে একযোগে এগিয়ে নিতে চায় চীন।