বাংলা

‘নতুন যুগে চীনের গভীর সংস্কারে বিশ্বের সুযোগ’ শীর্ষক বৈশ্বিক সংলাপ সম্মেলন যুক্তরাষ্ট্রে আয়োজিত

CMGPublished: 2024-07-25 20:35:16
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৫: গত ২২ জুলাই চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজির উদ্যোগে, ‘নতুন যুগে চীনের গভীর সংস্কারে বিশ্বের সুযোগ’ শীর্ষক বৈশ্বিক সংলাপ সম্মেলন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজন করা হয়। সিএমজি’র মহাপরিচালক সেন হাই শিয়োং, যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত শিয়ে ফেং ভিডিওর মাধ্যমে এতে ভাষণ দেন। যুক্তরাষ্ট্রের থিংক ট্যাংক, ব্যবসায়ীসহ নানা খাতের প্রায় একশ’ অতিথি ‘চীন অব্যাহত গভীর সংস্কার’ এবং ‘চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন এগিয়ে নেওয়ার মাধ্যমে বিভিন্ন দেশের অভিন্ন উন্নয়ন ও মানবসভ্যতার অগ্রগতি বয়ে আনার সুযোগ’সহ একাধিক বিষয়ে গভীর মতবিনিময় করেছেন।

সেন হাই শিয়োং জানান, সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন বেইজিংয়ে সুষ্ঠুভাবে শেষ হয়েছে। এর উপর বিশ্ববাসীর নজর রেখেছে। পাশাপাশি তা হচ্ছে নতুন যুগ চীনের একটি মাইলফলক। প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, চীনের দ্বিতীয় বিপ্লব হিসেবে, সংস্কার ও উন্মুক্তকরণ শুধু গভীরভাবে চীনকে পরিবর্তন করেনি, বরং বিশ্বেও গভীর প্রভাব ফেলেছে। নতুন যুগ চীনের সংস্কার সার্বিকভাবে গভীরতর হচ্ছে। চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন সার্বিকভাবে জাতিগত পুনর্জাগরণ ও শক্তিশালী দেশ নির্মাণ এগিয়ে নেওয়া- একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ ছাড়া তা বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে নতুন সুযোগ ও প্রাণশক্তি যুগিয়েছে।

সেন হাই শিয়োং বলেন, বিশ্বের সবচেয়ে বড় আকারের সার্বিক আন্তর্জাতিক গণমাধ্যম হিসেবে, সিএমজি সবসময় চীনের সংস্কার ও উন্মুক্তকরণ এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন-বিষয়ক গল্পগুলো সুষ্ঠুভাবে তুলে ধরার জন্য কাজ করে আসছে। পাশাপাশি সিএমজি চীন ও বিশ্বের মধ্যে বিনিময়, সংলাপ, একে অপরের শিক্ষার সেতু ও বন্ধন ইতিবাচকভাবে নির্মাণ করছে। আমরা ইতিবাচকভাবে গণমাধ্যমের দায়িত্ব গ্রহণ করি ও সাংস্কৃতিক বিনিময় এগিয়ে নেই। আমরা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের থিংক ট্যাংকের সাথে ব্যাপকভাবে সহযোগিতা চালাচ্ছি, এবং ‘নতুন যুগে চীনের গভীর সংস্কারে বিশ্বের সুযোগ’ নিয়ে আলোচনা করছি। শান্তিপূর্ণ উন্নয়ন, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা এবং অভিন্ন উন্নয়নের বৈশ্বিক আধুনিকায়ন বাস্তবায়নে আরও শক্তিশালী অবদান রাখব ।

শিয়ে ফেং জানান, সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন সম্প্রতি সুষ্ঠুভাবে শেষ হয়েছে। যা বিশ্ববাসীর নজর আকর্ষণ করেছে এবং বিশ্বব্যাপী সাড়া ফেলেছে। এবারের কার্যক্রম সঠিক সময় যুক্তরাষ্ট্রে আয়োজিত হচ্ছে। চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন শক্তিশালী দেশ নির্মাণ ও জাতিগত পুনরুদ্ধার বাস্তবায়ন সার্বিকভাবে এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ সময়ে, সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনটি অনেক গুরুত্বপূর্ণ সম্মেলন। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সুফল হলো ‘আরও সার্বিকভাবে সংস্কার জোরদার করা এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন এগিয়ে নেওয়া-বিষয়ক সিপিসি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত’ গ্রহণ করা। এভাবে আরও সার্বিকভাবে সংস্কার জোরদার করা এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন এগিয়ে নেওয়া বিষয়ক মহান পরিকল্পনা দেখা যায়। এ ছাড়া, তাতে অব্যাহত সংস্কারের খাতে কমরেড সি চিন পিং-কেন্দ্রিক সিপিসি কেন্দ্রীয় কমিটির দৃঢ় ইচ্ছা ও শক্তিশালী দায়িত্ববোধ প্রতিফলিত হয়।

এ কার্যক্রমে অংশগ্রহণকারীরা চীনে আরও সার্বিকভাবে সংস্কার উন্নয়ন, চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ও চীনা বাজারের সুযোগসহ একাধিক বিষয়ে মতবিনিময় ও আলোচনা করেছেন। অংশগ্রহণকারী একমত হয়েছেন যে, সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন চীনের আরও সার্বিকভাবে সংস্কার গভীরতর করার জন্য দিকনির্দেশনা দিয়েছে এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন জোরালো-ভাবে এগিয়ে নিচ্ছে। এ ছাড়া, তা পরিবর্তনশীল বিশ্বে মূল্যবান নিশ্চয়তা প্রদান করে এবং বৈশ্বিক আধুনিকায়নে শক্তিশালী প্রাণশক্তি যোগায়।

Share this story on

Messenger Pinterest LinkedIn