বাংলা

‘নতুন যুগে চীনের গভীর সংস্কারে বিশ্বের সুযোগ’ শীর্ষক বৈশ্বিক সংলাপ সম্মেলন যুক্তরাষ্ট্রে আয়োজিত

CMGPublished: 2024-07-25 20:35:16
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শিয়ে ফেং জানান, সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন সম্প্রতি সুষ্ঠুভাবে শেষ হয়েছে। যা বিশ্ববাসীর নজর আকর্ষণ করেছে এবং বিশ্বব্যাপী সাড়া ফেলেছে। এবারের কার্যক্রম সঠিক সময় যুক্তরাষ্ট্রে আয়োজিত হচ্ছে। চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন শক্তিশালী দেশ নির্মাণ ও জাতিগত পুনরুদ্ধার বাস্তবায়ন সার্বিকভাবে এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ সময়ে, সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনটি অনেক গুরুত্বপূর্ণ সম্মেলন। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সুফল হলো ‘আরও সার্বিকভাবে সংস্কার জোরদার করা এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন এগিয়ে নেওয়া-বিষয়ক সিপিসি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত’ গ্রহণ করা। এভাবে আরও সার্বিকভাবে সংস্কার জোরদার করা এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন এগিয়ে নেওয়া বিষয়ক মহান পরিকল্পনা দেখা যায়। এ ছাড়া, তাতে অব্যাহত সংস্কারের খাতে কমরেড সি চিন পিং-কেন্দ্রিক সিপিসি কেন্দ্রীয় কমিটির দৃঢ় ইচ্ছা ও শক্তিশালী দায়িত্ববোধ প্রতিফলিত হয়।

এ কার্যক্রমে অংশগ্রহণকারীরা চীনে আরও সার্বিকভাবে সংস্কার উন্নয়ন, চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ও চীনা বাজারের সুযোগসহ একাধিক বিষয়ে মতবিনিময় ও আলোচনা করেছেন। অংশগ্রহণকারী একমত হয়েছেন যে, সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন চীনের আরও সার্বিকভাবে সংস্কার গভীরতর করার জন্য দিকনির্দেশনা দিয়েছে এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন জোরালো-ভাবে এগিয়ে নিচ্ছে। এ ছাড়া, তা পরিবর্তনশীল বিশ্বে মূল্যবান নিশ্চয়তা প্রদান করে এবং বৈশ্বিক আধুনিকায়নে শক্তিশালী প্রাণশক্তি যোগায়।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn