বাংলা

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ষষ্ঠ চীন সফর

CMGPublished: 2024-07-13 18:33:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তার আগের দিন মঙ্গলবার চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলন বা সিপিপিসিসি্’র চেয়ারম্যান ওয়া হু নিং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এদিকে, ‘কৌশলগত অংশীদারিত্ব’ থেকে ‘ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশদারিত্বে’ উন্নীত হতে ২১টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং ৭ টি ঘোষণাপত্র সই করেছে বাংলাদেশ ও চীন। এর মধ্যে ২টি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে। বুধবার দুপুরে বেইজিংয়ের গণ-মহাভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে এসব চুক্তি-সমঝোতা এবং ঘোষণাপত্র সই হয়। চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের আগে গণ-মহাভবনে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন লি ছিয়াং এবং শেখ হাসিনা।

পাশাপাশি এ সফরে বেইজিংয়ে বাংলাদেশ-চীন বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনে চীনা কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ১৬টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যেখানে বাংলাদেশ চারটি সমঝোতা স্মারকের অধীনে পাবে ৪৯ কোটি ডলারের বিনিয়োগ। চীনা কোম্পানিগুলো বাংলাদেশের টেক্সটাইল, ইলেকট্রিক যান, সৌরবিদ্যুৎ, আর্থিক ও প্রযুক্তি খাতে বিনিয়োগ করবে।

উল্লেখ্য, চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে সোমবার বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn