বাংলা

চীন-মার্কিন যুবকদের বন্ধুত্ব দু’দেশের সম্পর্কের সেতু হবে

CMGPublished: 2024-07-09 20:21:41
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ৯: পয়লা জুলাই চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মার্কিন যুব-বিনিময় দলের কাছে একটি বার্তা পাঠিয়েছেন। এবারের চীন সফরের মাধ্যমে মার্কিন যুবকরা চীনকে উপলব্ধি করে, চীনা যুবকদের সঙ্গে নানা বিষয়ে বিনিময় করে ভাল অংশীদার ও ভাল বন্ধু হয়ে উঠবে।

গত কয়েকদিনে, এবারের বিনিময়দলে অংশগ্রহণকারী সদস্য এবং দু’দেশের বিভিন্ন মহলের ব্যক্তিরা বলেছেন, চীনের প্রেসিডেন্টের বার্তার মধ্য দিয়ে চীন ও মার্কিন জনগণের বন্ধুত্ব এবং যুবকদের বিনিময়ের ওপর তাঁর গুরুত্বারোপ এবং সক্রিয় সমর্থন প্রতিফলিত হয়েছে। দু’দেশের যুবকদের উচিত এবারের মূল্যবান সুযোগ কাজে লাগিয়ে গভীরভাবে বিনিময় করে মৈত্রী স্থাপন করা, যাতে চীন ও মার্কিন জনগণের বন্ধুত্বকে এগিয়ে নিতে যুব সম্প্রদায় আরো অবদান রাখতে পারে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ৭টি রাজ্যের ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৯০ জন শিক্ষক ‌ও শিক্ষার্থী নিয়ে গঠিত একটি মার্কিন ‘যুব পিয়ার’ বিনিময়দল চীন সফর করেছে। তারা একের পর এক বেইজিং, শিচিয়াচুয়াং, ফুচৌ এবং হাংচৌ পরিদর্শন করেছে, পথে স্থানীয় চীনা শিক্ষার্থীদের সাথে আলাপ করে, স্থানীয় শহরের বৈশিষ্ট্যযুক্ত সংস্কৃতি অনুভব করে এবং প্রাচীন সভ্যতার আধুনিক নাড়ি উপলব্ধি করে মার্কিন যুব প্রতিনিধিদল।

ওয়াশিংটন রাজ্যের লিংকন মাধ্যমিক বিদ্যালয়ের জ্যাকব মেন্ডোজা বলেছেন, “আমি একটি উষ্ণ অভ্যর্থনা অনুভব করেছি’। প্রেসিডেন্ট সি’র বার্তা আমাকে উজ্জীবিত করেছে। আমি একজন ‘চীন অনুরাগী’, এবারের যাত্রার মাধ্যমে আমি চীনকে আরও অনুসন্ধান করেছি, উপলব্ধি করেছি এবং চীনা সংস্কৃতি সম্পর্কে আমার চেতনা আরও গভীরতর হয়েছে।”

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn