বাংলা

ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সাথে সি’র বৈঠক ও প্রসঙ্গকথা

CMGPublished: 2024-06-27 17:29:02
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ২৭: গতকাল বুধবার বিকেলে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, বেইজিংয়ের গণমহাভবনে, ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের সঙ্গে এক সাক্ষাতে মিলিত হন। প্রধানমন্ত্রী ফাম গ্রীষ্মকালীন দাভোস ফোরামে অংশ নিতে চীনে আসেন।

সাক্ষাতে সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন ভিয়েতনামের সাথে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করতে, পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়াতে, বাস্তবসম্মত নিরাপত্তা-সহযোগিতা জোরদার করতে, বিভিন্ন খাতে বাস্তবসম্মত সহযোগিতা সম্প্রসারণ করতে আগ্রহী। আর এসবের লক্ষ্য, বিশ্বের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ভিয়েতনামের সাথে সহযোগিতা চালানো।

প্রধানমন্ত্রী ফাম মিন চিন-এর মাধ্যমে, ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নুয়েন ফু চাও এবং ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ফান থুয়ং-কে আন্তরিক শুভেচ্ছা জানান সি চিন পিং। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক পরিবর্তনের মধ্যেই চীন ও ভিয়েতনাম দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ও দীর্ঘমেয়াদী সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে, যা সমাজতান্ত্রিক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। কৌশলগত তাত্পর্যসহ অভিন্ন ভবিষ্যতের চীন-ভিয়েতনাম সমাজ গড়ে তোলা উভয় দেশের আধুনিকায়নের চাহিদার সাথে সংগতিপূর্ণ, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সহায়ক, এবং বিশ্বে সমাজতন্ত্রের বিকাশের জন্য ইতিবাচক।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন অব্যাহতভাবে সংস্কারকে গভীরতর করবে এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন প্রচারের ওপর জোর দেবে, যা উভয় পক্ষের জন্য অর্থনীতি ও বাণিজ্য, আন্তঃসংযোগ এবং ডিজিটাল অর্থনীতির মতো ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ এনে দেবে।

তিনি বলেন, উভয় পক্ষের উচিত উচ্চ-স্তরের বিনিময় বজায় রাখা, যৌথভাবে "বেল্ট অ্যান্ড রোড" উদ্যোগ বাস্তবায়নে নিজ নিজ ভূমিকা রাখা, দুই দেশের মধ্যে সংযোগের স্তর উন্নত করা, এবং দুই দেশের মধ্যে ব্যবহারিক সহযোগিতার মান উন্নত করা। বেইজিং আরও চীনা কোম্পানিকে ভিয়েতনামে বিনিয়োগ বাড়াতে উত্সাহিত করতে ইচ্ছুক এবং আশা করে যে, ভিয়েতনামও চীনা কোম্পানিগুলোর জন্য একটি ন্যায্য, ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন ব্যবসার পরিবেশ সৃষ্টি করবে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn