চীনে উচ্চমানের উন্নয়নকাজে অগ্রগতি
বর্তমানে চীনে, বেসিক টেলিকম অপারেটরগুলোর পুরো নেটওয়ার্কের বুদ্ধিমান কম্পিউটিংয়ের স্কেল প্রত্যাশার চাইতে বেশি। জাতীয় দৃষ্টিকোণ থেকে, দেশের মোট কম্পিউটিং শক্তিতে বুদ্ধিমান কম্পিউটিং শক্তির অনুপাত ৩০ শতাংশ ছাড়িয়ে গেছে। বস্তুত, চীনে কম্পিউটিং শক্তিকাঠামো ক্রমাগত সুবিন্যস্ত হচ্ছে।
২০২৪ সালে চীনে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুত্ উত্পাদনের ক্ষমতা প্রথমবারের মতো কয়লা থেকে উত্পাদিত বিদ্যুতকে ছাড়িয়ে গেছে। এক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানি থেকে উত্পাদিত বিদ্যুতের পরিমাণ মোট বিদ্যুতের ৪০ শতাংশের কাছাকাছি। পশ্চিমাঞ্চলীয় জ্বালানিকেন্দ্রের নির্মাণকাজ সম্পন্ন হলে, চীনের দূষণমুক্ত জ্বালানি খাতে, এক অবিচ্ছিন্ন চালিকাশক্তি যুক্ত হবে।