বাংলা

চীনের বৈদেশিক বাণিজ্যের সুষ্ঠু উন্নয়ন বিশ্বের জনকল্যাণ বৃদ্ধিতে ভূমিকা রাখছে

CMGPublished: 2024-06-13 20:38:51
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ১৩: ‘এ বছরের প্রথম পাঁচ মাসে, বিওয়াইডি কোম্পানির নতুন জ্বালানি যানবাহনের বিক্রির পরিমাণ ১ লাখ ৭৬ হাজারে পৌঁছেছে। আমাদের বিশ্বায়নের নীতিতে আমরা তা বাস্তবায়ন করেছি।’ ১২ জুন চীনের গাড়ি উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান- বিওয়াইডি কোম্পানি চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে এ তথ্য জানিয়েছে।সংশ্লিষ্ট তথ্যে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত, চীন থেকে রপ্তানিকৃত গাড়ির পরিমাণ ২৪ লাখ ৫০ হাজারে পৌঁছেছে। এটি গত বছরের একই সময়ের চেয়ে ২৭ শতাংশ বেশি। এর মধ্যে নতুন জ্বালানি গাড়ির অব্যাহত রপ্তানি চীনের বৈদেশিক বাণিজ্যের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি যুগিয়েছে।

বতর্মানে, বিশ্বের ভূ-রাজনীতির উত্তেজনাময় পরিস্থিতি দিন দিন গুরুতর হচ্ছে, অর্থনৈতিক উন্নয়নের শক্তি আগের মত ঘাটতিজনিত সমস্যায় ভুগছে। এর পাশাপাশি, কোন কোন পশ্চিমাদেশ তথাকথিত ‘সম্পর্ক ছিন্ন করা’সহ নানা ভুল তত্ত্ব প্রচার করছে, যা বিশ্বের বাণিজ্যপ্রবাহে বাধা সৃষ্টি করছে। এই প্রেক্ষাপটে, চাপের মধ্যেও চীনের বৈদেশিক বাণিজ্য সুষ্ঠু উন্নয়নের প্রবণতা বজায় রেখেছে। এতে চীনের অর্থনীতির প্রাণশক্তি অনুভব করা যায়।

চীনের সরকারি তথ্যে দেখা যায়, এ বছরের প্রথম পাঁচ মাসে, চীনের পণ্য বাণিজ্যের আমদানি ও রপ্তানির মোট পরিমাণ ১৭.৫ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬.৩ শতাংশ বেশি। রয়টার্সসহ একাধিক বিদেশি গণমাধ্যমে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপ বাণিজ্যের খাতে চীনের প্রতি বাধা প্রদানের নীতি অনুসরণ করছে।এর মধ্যেও চীনের বৈদেশিক বাণিজ্য অসাধারণ সাফল্য অর্জন করেছে। এতে চীনের অর্থনীতির শক্তিশালী সহনশীলতা প্রতিফলিত হয়েছে।

সুষ্ঠু উন্নয়নের প্রবণতা ছাড়াও, চীনের বৈদেশিক বাণিজ্যের ‘ উচ্চ প্রযুক্তি’, ‘স্মার্ট’ , ‘ টেকসই ও পরিবেশবান্ধব’ বৈশিষ্ট্য দেখা যায়। এ বছরের প্রথম পাঁচ মাসে, চীনের পণ্য বাণিজ্যে রপ্তানির পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ৬.১ শতাংশ বেড়েছে। এর মধ্যে উচ্চ প্রযুক্তিগত, যান্ত্রিক ও ইলেকট্রিকাল পণ্য রপ্তানির মোট পরিমাণের প্রায় ৬০শতাংশে পৌঁছেছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn