বাংলা

চীন-মার্কিন জনগণের বন্ধুত্ব উন্নয়ন কার্যক্রম আয়োজিত

CMGPublished: 2024-06-12 20:01:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের কনসাল জেনারেল চাও চিয়ান জানান, উপস্থিত পুরানো বন্ধুদের দেখে মন আনন্দিত। মাদাম সারাহ্‌-সহ অনেক মার্কিন বন্ধু চীন-মার্কিন জনগণের বন্ধুত্বকে অনেক গুরুত্ব দেন। এ কারণে চীন ও মার্কিন জনগণ প্রশান্ত মহাসাগরে ‘বন্ধুত্বের সেতু’ নির্মাণ করতে পারে। গত বছর প্রেসিডেন্ট সি চিন পিং সান ফ্রান্সিসকোয় ঘোষণা করেছিলেন যে, আগামী ৫ বছরে, চীনে গিয়ে বিনিময় ও শিক্ষার জন্য ৫০ হাজার মার্কিন তরুণতরুণীকে আমন্ত্রণ জানানো হবে। এতে আমরা অনেক উত্সাহিত হয়েছি। আমরা আশা করি ও বিশ্বাস করি আরও বেশি মার্কিন ছাত্রছাত্রী চীন যেতে পারবেন, চীনের সংস্কৃতি, ঐতিহ্য ও উন্নয়ন অনুভব করতে পারবেন, চীন-মার্কিন জনগণের সহযোগিতা ও উভয়ের জয়ের গল্প জানতে পারবেন এবং দু’দেশের সম্পর্কের সুন্দর ভবিষ্যত সৃষ্টি করতে পারবেন।

মার্কিন আইওয়া রাজ্যের মাস্কাট চীন বন্ধুত্ব কমিটির চেয়ারম্যান ড্যান স্টেইন জানান, এ দিনের কার্যক্রম অনেক অর্থপূর্ণ। কারণ, খাবার ও সাংস্কৃতিক বিনিময় মানুষকে কাছাকাছি আনতে পারে। চীনা বন্ধুদের সাথে একযোগে চীন-মার্কিন জনগণের বন্ধুত্বের উন্নয়ন অনেক তাত্পর্যপূর্ণ।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn