ড্রাগন নৌকা উত্সব প্রসঙ্গ
আজকাল বিশ্বায়নের প্রক্রিয়া দ্রুততর হচ্ছে। সাংস্কৃতিক যোগাযোগ দেশগুলোর মধ্যে বিনিময়ের গুরুত্বপূর্ণ পদ্ধতিতে পরিণত হয়েছে। বিভিন্ন দেশের মধ্যে সংস্কৃতি ও ক্রীড়া খাতের যোগাযোগ বাড়ছে। আর এর মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে সমঝোতা ও পারস্পরিক সম্মানবোধ জোরদার হচ্ছে।
চীনা সংস্কৃতির চেতনা মানবসমাজের অনেক সমস্যার সমাধান করতে পারে। আন্তর্জাতিক সমাজ তা স্বীকারও করে নিচ্ছে। চীন বিভিন্ন সভ্যতার মধ্যে যোগাযোগের প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করছে। আর এর লক্ষ্য, অর্থনৈতিক উন্নয়নের শক্তিশালী জীবনীশক্তি ব্যবহার করে, বিভিন্ন সভ্যতাকে একসাথে সমৃদ্ধ ও বিকাশের সুযোগ দেওয়া।
চলতি বছরের ড্রাগন নৌকা উত্সবের দিনেই পালিত হয় জাতিসংঘের প্রথম আন্তর্জাতিক সভ্যতা-সংলাপ দিবস। সম্প্রতি ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদে, সর্বসম্মতিক্রমে এ দিবস পালনের চীনা প্রস্তাব গৃহীত হয়। তাই এখন থেকে প্রতি বছরের ১০ জুন আন্তর্জাতিক সভ্যতা-সংলাপ দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হবে। বিভিন্ন দেশ সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে, একে অপরের কাছ থেকে শিখবে এবং অভিন্ন কল্যাণ অর্জন করবে বলে চীন আশা করে।