বাংলা

সপ্তম চায়না ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপো’র জার্মানি প্রমোশন কনফারেন্স অনুষ্ঠিত

CMGPublished: 2024-06-06 14:16:10
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ৬: চায়না ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপো ব্যুরো এবং ফ্রাঙ্কফুর্টে চীনা কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় স্টুটগার্টে অনুষ্ঠিত হলো সপ্তম চায়না ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপো বা সিআইআইই’র জার্মানি প্রমোশন কনফারেন্স। স্থানীয় সময় বুধবার এ এক্সপো অনুষ্ঠিত হয়। চীনা ও জার্মান প্রতিষ্ঠান এবং এ আয়োজনে জড়িতরাসহ প্রায় দেড়শ প্রতিনিধি এবারের সভায় অংশ নেন। জার্মান প্রতিনিধিরা বলেছেন, চীনের উন্নয়নে জার্মান কোম্পানিগুলোর অংশী হওয়ার একটি চমৎকার প্ল্যাটফর্ম দিয়েছে এ আয়োজন।

জার্মানিতে চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক অফিসের মন্ত্রী চাই ছিয়েন বলেন, এই বছর চীন ও জার্মানির মধ্যে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার দশম বার্ষিকী পালিত হচ্ছে। গত ১০ বছরে আর্থ-বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প এবং সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে চীন ও জার্মানির সহযোগিতা ফলপ্রসূ হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে দু’পক্ষের সক্রিয় বিনিময় রয়েছে।

জার্মানি বহু বছর ধরে ইউরোপীয় ইউনিয়নে চীনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। চীন-জার্মান আর্থ-বাণিজ্যিক সহযোগিতা অনুশীলন সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং দৃঢ় স্থিতিস্থাপকতাও দেখিয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কে স্থিতিশীলতা ও নিশ্চয়তা প্রদানও করেছে।

তিনি আরও বলেন, আমরা এটা দেখে খুবই খুশি যে, প্রতি বছর জার্মান কোম্পানিগুলো সিআইআইই’র গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে থাকে। অংশগ্রহণকারীদের সংখ্যা ও তাদের পরিসরের আয়তন বিবেচনায়ও দেখা যায় এ আয়োজন সেরা আসনে থাকে জার্মানি। আবার এটাও বলা যায় যে, চীনের সংস্কার, উন্মুক্তকরণ নীতির সুবিধাও ভোগ করতে পারছে জার্মান কোম্পানিগুলো।

নিত্যনতুন পণ্য ও পরিষেবা সিআইআইই প্রদর্শনীটিকে করে তোলে আরও জাঁকজমকপূর্ণ।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn