বাংলা

চায়না মিডিয়া গ্রুপের প্যারিস অলিম্পিক দলকে পদক প্রদান করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান বাখ

CMGPublished: 2024-05-20 15:33:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মে ২০: গতকাল (রোববার) আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান থমাস বাখ চায়না মিডিয়া গ্রুপের শাংহাই আন্তর্জাতিক মিডিয়া পোর্ট পরিদর্শন করেছেন। চীনের প্রচার মন্ত্রণালয়ের উপমন্ত্রী, চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই শিয়োংয়ের সঙ্গে চায়না মিডিয়া গ্রুপের প্যারিস অলিম্পিক দলকে পদক প্রদান করেছেন তিনি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ভাইস-চেয়ারম্যান এং সের মিয়াং, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য ইয়ু জাই ছিং, লি লিন উয়েই, জাং হং, চায়না মিডিয়া গ্রুপের সম্পাদকীয় সভার সদস্য সুয়েই চিচুন, চিয়াং উয়েন পো এবং ভেং চিয়ান মিং প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

শেন হাই শিয়োং তার বক্তৃতায় বলেন, কিছুদিন আগে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্যারিস সফর করেন, এবং তিনি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁ অলিম্পিক মশাল বিনিময় করেছেন। তাঁরা প্যারিস অলিম্পিক নিয়ে একটি সিরিজ মতৈক্যে পৌঁছেছেন। বিশেষ করে, দুই রাষ্ট্রপ্রধান অলিম্পিকের সময় বিশ্বব্যাপী যুদ্ধবিরতি এবং যুদ্ধ বন্ধের প্রস্তাব করেন, যা শক্তিশালী অনুরণন জাগিয়েছিল এবং "আরো ঐক্য" এই অলিম্পিক চেতনার ব্যবহারিক তাত্পর্যকে আরও উজ্জ্বল করেছিল।

শেন হাই শিয়োং বলেন, বিশ্বের বৃহত্তম ব্যাপক আন্তর্জাতিক মিডিয়া সংস্থা হিসেবে, চায়না মিডিয়া গ্রুপ প্যারিস অলিম্পিক গেমসের প্রধান সম্প্রচারক এবং একটি সর্ব-মিডিয়া অধিকার-ধারণকারী সম্প্রচারকারীর দায়িত্ব পালনের জন্য সর্বাত্মকভাবে কাজ করবে। গত শনিবার, সিএমজির ৮কে আল্ট্রা-হাই-ডেফিনিশন সম্প্রচার ট্রাক বেইজিং থেকে রওনা হয়েছে এবং নিংবো শহরের চৌশান বন্দর থেকে রওনা হবে এবং জুলাইয়ের শেষ দিকে ফ্রান্সের প্যারিসে পৌঁছাবে। বিশ্বে এই প্রথম অলিম্পিক গেমস সম্প্রচারের জন্য ৮কে আল্ট্রা-হাই ডেফিনিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর আগে, ১০টি স্ট্যান্ডার্ড কন্টেইনারে ১২৫৬টি সম্প্রচার রিপোর্টিং সরঞ্জাম নিংবো চৌশান বন্দর থেকে ফ্রান্সের লে হাভরে বন্দরে পাঠানো হয়েছিল। প্রযুক্তিগত উদ্ভাবনকে জোরদার করতে এবং ই-স্পোর্টস ইভেন্টের উন্নয়নে সহযোগিতা আরও গভীর করার জন্য চায়না মিডিয়া গ্রুপ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে কাজ করতে ইচ্ছুক। সিএমজি’র প্যারিস অলিম্পিকের জন্য প্রস্তুত, এবং আমরা বিশ্ব-মানের ইভেন্ট উত্পাদন এবং সম্প্রচারের মাত্রাসহ একটি শক্তিশালী সম্প্রচার ও রিপোর্টিং দল পাঠাব, যা বিশ্বের দর্শকদের জন্য আরও চমক নিয়ে আসবে।

বাখ তার বক্তৃতায় বলেন, শাংহাই ইন্টারন্যাশনাল মিডিয়া পোর্টে চায়না মিডিয়া গ্রুপ থেকে পুরানো বন্ধুদের সঙ্গে দেখা করতে এবং অলিম্পিক আন্দোলনের জন্য সবার উত্সাহ অনুভব করতে পেরে তিনি খুব খুশি। চায়না মিডিয়া গ্রুপ আন্তর্জাতিকভাবে নেতৃস্থানীয় ক্রীড়া যোগাযোগ ক্ষমতা অলিম্পিক চেতনার প্রচারে মহান অবদান রেখেছে।

বাখ উল্লেখ করেন যে, তিনি সিএমজি’র প্রযুক্তি অলিম্পিক গেমস সম্প্রচারে নতুন পদ্ধতি নিয়ে এসেছে দেখে তিনি খুব খুশি। সিএমজি’র কৃত্রিম বুদ্ধিমত্তা, দুর্দান্ত অডিও প্রযুক্তি এবং অন্যান্য অ্যাপ্লিকেশনের জন্য তিনি অপেক্ষা করছেন। ভবিষ্যতে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ই-স্পোর্টস এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সিএমজি’র সঙ্গে আরও গভীর সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি বিশ্বাস করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট নতুন প্রযুক্তির বিকাশ অলিম্পিকে নতুন পরিবর্তন আনবে। তিনি আবারও সিএমজিকে বিশ্ব-নেতৃস্থানীয় রিপোর্টিং মানের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দু’পক্ষের সহযোগিতা আরও দ্রুত, উচ্চতর, শক্তিশালী ও আরও ঐক্যবদ্ধ করতে চান। তিনি বিশ্বাস করেন যে, সহযোগিতায় চমত্কার ঐতিহাসিক অভিজ্ঞতা এবং সিএমজি’র বিশ্ব-মানের ক্রীড়া যোগাযোগের ক্ষমতা দিয়ে অবশ্যই অলিম্পিক আরও বেশি সফল হবে এবং অলিম্পিক চেতনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আরও বেশি অবদান রাখবে!

অনুষ্ঠানে চায়না মিডিয়া গ্রুপের প্যারিস অলিম্পিক দল প্যারিস অলিম্পিকের প্রতিবেদনের জন্য বিভিন্ন দলের বর্তমান প্রস্তুতি তুলে ধরেন। শেন হাই শিয়োংয়ের সঙ্গে চায়না মিডিয়া গ্রুপের প্যারিস অলিম্পিক দলকে পদক প্রদান করেন বাখ।

Share this story on

Messenger Pinterest LinkedIn