বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগদানে তাইওয়ানের ব্যর্থতা ও প্রসঙ্গকথা
২০১৬ সালের পর থেকে, ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি কর্তৃপক্ষ ‘স্বাধীন তাইওয়ান’ ধারণার নামে বিচ্ছিন্নতাবাদের পথ অনুসরণ করছে এবং ‘১৯৯২ সালের সম্মতির’ দৃঢ় বিরোধিতা করে ডব্লিউএইচও-তে তাইওয়ানের অংশগ্রহণের রাজনৈতিক ভিত্তিকে ধ্বংস করেছে। অন্যদিকে, দু’তীরের পারস্পরিক আস্থা ও আলোচনার সঠিক পথ এড়িয়ে বিদেশের ‘সাহায্য ভিক্ষা করার’ মন্দ পথেও যাত্রা করেছে। ‘এক-চীন নীতি’র প্রতি চ্যালেঞ্জের কারণে, এটা অবশ্যম্ভাবী যে, টানা আট বছর ধরে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি কর্তৃপক্ষ ডব্লিউএইচও-তে অংশ নিতে ব্যর্থ হয়। বস্তুত, এটা সম্ভব হয়েছে একটি শক্ত আন্তর্জাতিক আইনি ভিত্তির কারণে।
দ্বিতীয়ত, তাইওয়ানকে ডব্লিউএইচও-তে অংশগ্রহণের অনুমতি না-দিলে ‘আন্তর্জাতিক মহামারী প্রতিরোধ ব্যবস্থায় একটি ফাঁক’ সৃষ্টি করবে বলে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ অযৌক্তিক ও হাস্যকর। চীনের কেন্দ্রীয় সরকারের কাছে, তাইওয়ান প্রণালীর উভয় তীরের স্বদেশীরা একটি পরিবারের অংশ। বিশ্বব্যাপী স্বাস্থ্য বিষয়ক কাজে তাইওয়ানের অংশগ্রহণের জন্য উপযুক্ত ব্যবস্থা করেছে চীনের কেন্দ্রীয় সরকার। গত বছর তাইওয়ান থেকে মোট ২১ দফায় ২৪ জন ডব্লিউএইচও’র প্রযুক্তিগত কার্যক্রমে অংশগ্রহণের জন্য আবেদন করেছিল এবং কেন্দ্রীয় সরকার সকল আবেদন অনুমোদন করে। তাইওয়ান অঞ্চলে একটি আন্তর্জাতিক স্বাস্থ্য প্রবিধান যোগাযোগকেন্দ্র রয়েছে, যেটি সময়মতো ডব্লিউএইচও-কে রিপোর্ট করতে পারে। এতে দেখা যায় যে, বিদ্যমান ডব্লিউএইচও এবং দু’তীরের অবকাঠামোয় মহামারীর বিরুদ্ধে তাইওয়ানের বহুমুখী যোগাযোগ এবং অবহিত করার চ্যানেলগুলো মসৃণ এবং ব্যবস্থা সম্পূর্ণ, তাইওয়ানবাসীদের স্বাস্থ্য অধিকার সম্পূর্ণরূপে সুনিশ্চিত হয়েছে।
তৃতীয়ত, যে-কারণে যুক্তরাষ্ট্র বছরের পর বছর ডব্লিউএইচও-তে তাইওয়ানের অংশগ্রহণকে সমর্থন করে আসছে, তা আসলে তাইওয়ানকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করার অপকৌশল মাত্র। কিন্তু, যুক্তরাষ্ট্র যতই গণ্ডগোল পাকাক এবং ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি কর্তৃপক্ষ যতই জনমত গঠনের চেষ্টা করুক না কেন, তাইওয়ানের পক্ষে ডব্লিউএইচও-তে যোগ দেওয়া অসম্ভব। ‘ডব্লিউএইচওয়ের সম্মেলনে তাইওয়ানকে সমর্থন করা’-র বিষয়টি এখন একটি প্রহসনে পরিণত হয়েছে।