চীনের অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গ

১৪ মে: চলতি বছরের শুরু থেকে, চীনের আন্তর্জাতিক অর্থনীতি ও বাণিজ্য, আন্তর্জাতিক সহযোগিতা, পরিবেশগত সুরক্ষা, পরিচ্ছন্ন শক্তি এবং অন্যান্য ক্ষেত্রে ক্রমাগত নতুন সাফল্য অর্জন করেছে। চীন-ইউরোপ মালবাহী ট্রেনগুলো স্থিতিশীলভাবে চলছে, বিদেশী আর্থিক প্রতিষ্ঠানগুলো চীনা বাজারে তাদের বিনিয়োগ বাড়িয়েছে, এবং পরিবেশগত ও পরিবেশ সুরক্ষার প্রচেষ্টা জোরদার হয়েছে। এমন একাধিক কারণে চীনের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হচ্ছে।

চলতি বছরের শুরু থেকে, আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য পরিবেশের চ্যালেঞ্জ এবং লজিস্টিক সময়োপযোগীতার অনিশ্চয়তার মুখে, চীন-ইউরোপ মালবাহী ট্রেনগুলো স্থিতিশীলভাবে চলেছে, ইউরেশীয় মহাদেশের সংযোগের জন্য একটি শক্ত ভিত্তি স্থাপন করেছে, এবং চীন-ইউরোপ ও বিশ্বব্যাপী অর্থনৈতিক ও বাণিজ্য বিনিময়ের জন্য শক্তিশালী সমর্থন যুগিয়েছে।
চীনের চেচিয়াং প্রদেশের ইউ শহরে, ক্রস-বর্ডার ই-কমার্সে চলতি বছর পরিবহন চ্যানেলের জন্য নতুন পদ্ধতি ছিল উল্লেখযোগ্য। অনেক কোম্পানির ৭০ শতাংশেরও বেশি অর্ডার সমুদ্রপথের পরিবর্তে চীন-ইউরোপ রেলপথে পরিবাহিত হচ্ছে। চায়না রেলওয়ে গ্রুপের সর্বশেষ তথ্য দেখায় যে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, মোট চীন-ইউরোপ রেলপথে ৬১৮৪টি মালবাহী ট্রেন চলেছে এবং ৬.৭৫ লাখ স্ট্যান্ডার্ড কন্টেইনার পণ্য সরবরাহ করেছে, যা গত বছরের তুলনায় যথাক্রমে ১০ ও ১১ শতাংশ বেশি।

সম্প্রতি, ওয়ানশি নেটকম ইনফরমেশন টেকনোলজি (বেইজিং) কোং লিমিটেড তার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে। এটি চীনে চালু করা দ্বিতীয় যৌথ উদ্যোগ ব্যাংক কার্ড ক্লিয়ারিং প্রতিষ্ঠান। এপ্রিল মাসে, চীনের নবম সম্পূর্ণ বিদেশী মালিকানাধীন ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি চালুর অনুমতি পায়। এ ছাড়াও, এপ্রিল মাসে, ফ্রান্সের প্যারিস ব্যাংকের প্রতিষ্ঠিত ফাবা সিকিউরিটিজ চীনের চতুর্থ সম্পূর্ণ বিদেশী মালিকানাধীন সিকিউরিটিজ কোম্পানিতে পরিণত হয়। বর্তমানে, ১০টি বিদেশ-নিয়ন্ত্রিত সিকিউরিটিজ কোম্পানি, ৯টি সম্পূর্ণ বিদেশী মালিকানাধীন ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি এবং ৩টি বিদেশ-নিয়ন্ত্রিত ফিউচার কোম্পানি চীনে ব্যবসা পরিচালনার জন্য অনুমোদন পেয়েছে।
