বাংলা

প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ইউরোপ সফরের বিভিন্ন দিক

CMGPublished: 2024-05-11 19:25:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সার্বিয়া হচ্ছে পূর্ব ও কেন্দ্রীয় ইউরোপে চীনের প্রথম সার্বিক কৌশলগত অংশীদার। সফরে বেলগ্রেডের সার্বিয়ান ভবনের সামনে দেশটির প্রেসিডেন্ট ভুচিচ সি চিন পিংয়ের জন্য জমকালো স্বাগত অনুষ্ঠান আয়োজন করেন। স্বাগত অনুষ্ঠানের পর তাঁরা ছোট মাপের সভা ও বড় মাপের বৈঠক করেছেন। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের এবারের সফর হচ্ছে ৮ বছর পর তাঁর ফের সার্বিয়া সফর।

এ বছর হচ্ছে চীন ও হাঙ্গেরি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। হাঙ্গেরি হচ্ছে ‘বেল্ট আন্ড রোড’ সহযোগিতা ও চীন-কেন্দ্রীয় ও পূর্ব ইউরোপের সহযোগিতা এগিয়ে নেয়ার খাতে চীনের গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদার। সফরের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়, দু’পক্ষ ২০১৭ সালে প্রতিষ্ঠিত চীন ও হাঙ্গেরির মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের কথা স্মরণ করেছে এবং বছরের পর বছর ধরে বাস্তব ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার ভালো ফলাফল নিয়ে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে। চীন এবং হাঙ্গেরি একে অপরকে সহযোগিতার ক্ষেত্রে অগ্রাধিকারপ্রাপ্ত অংশীদার হিসাবে দেখে, সর্বদা একে অপরকে সম্মান করে এবং সম-আচরণ করে ও পারস্পরিকভাবে উপকারী বাস্তবসম্মত সহযোগিতার একটি ভাল উদাহরণ স্থাপন করেছে।

চীন-ফ্রান্স-ইউরোপের ত্রিপক্ষীয় এক বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, চীন-ইউরোপ সম্পর্ক বিশ্বের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির সঙ্গে জড়িত। তাই দু’পক্ষের উচিত অংশীদারি সম্পর্ক বজায় রাখা, সংলাপ ও সহযোগিতায় অবিচল থাকা, কৌশলগত বিনিময় ও পারস্পরিক আস্থা জোরদার করা, কৌশলগত ঐকমত্য ও সমন্বয় সম্প্রসারণ করা।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn