মে দিবসের ছুটিতে চীনের পর্যটনবাজার ছিল চাঙ্গা
এবার মে দিবস তথা শ্রমিক দিবসের ছুটিতে চীনের পর্যটনবাজার ছিল যথেষ্ট চাঙ্গা। এ সময় ভোক্তাদের ব্যয়ের একাধিক রেকর্ডও ভেঙেছে। বিদেশী বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি যথেষ্ট গুরুত্ব পায়। ‘জাপান অর্থনৈতিক সংবাদ’সহ বিদেশী গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মে দিবসের ছুটিতে চীনে ভোগ বেড়েছে, যা দেশটির অর্থনীতিকে আরও চাঙ্গা করবে।
চীনের সরকারি তথ্য অনুসারে, এবার মে দিবসের ছুটিতে চীনে মোট ২৯ কোটি ৫০ লাখ পর্যটক বিভিন্ন পর্যটনকেন্দ্রে গেছেন, যা গত বছরের একই সময়ের চেয়ে ৭.৬ শতাংশ বেশি। আর, তাঁরা পর্যটন খাতে মোট ব্যয় করেছেন ১৬৬৮৯ কোটি ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ১২.৭ শতাংশ বেশি। পাশাপাশি, এবারের ছুটিতে কাউন্টি ভ্রমণ ও আলোচিত শহর পরিদর্শনের মতো বিষয়গুলোও ব্যাপক জনপ্রিয়তা পায়। এগুলো ছুটির নতুন প্যাটার্ন হয়ে ওঠে, যা চীনের বাসিন্দাদের ভোগ-বৈচিত্র্যের নিদর্শন।
এদিকে, মহামারী-পরবর্তী চীনের বিমান-রুটগুলো এখন সব পুরোদমে চালু হয়েছে; নতুন কয়েকটি দেশকে দেওয়া হয়েছে ভিসামুক্ত সুবিধা। এর ফলে এবারের মে দিবসের ছুটিতে বিদেশী পর্যটকের সংখ্যাও ছিল তুলনামূলকভাবে বেশি। এদিকে, শ্রমিক দিবসের ছুটিতে চীনের পর্যটকরা সারা বিশ্বের ১০০০টিরও বেশি শহর ভ্রমণ করেছেন।
বস্তুত, এমন ধারাবাহিক আকর্ষণীয় পরিসংখ্যানের পেছনে রয়েছে বিভিন্ন পক্ষের অব্যাহত প্রচেষ্টা। চলতি বছর চীনে ভোগকে এগিয়ে নেওয়াসংক্রান্ত ধারাবাহিক নীতিমালা প্রণয়ন করা হয়। চলতি বছরকে ‘ভোগ-বর্ষ’ হিসেবেও চিহ্নিত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এতে কেবল যে মানুষের বহুমুখী ও উচ্চ গুণগত মানের ভোগের চাহিদা পূরণ হচ্ছে, তা নয়; বরং চীনা ভোগ-বাজারের অভ্যন্তরীণ চালিকাশক্তিও বেড়েছে।