বাংলা

ফরাসিদের দৃষ্টিতে চীনের প্রভাব ও সাফল্য

CMGPublished: 2024-05-02 16:28:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মে ২: চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ফ্রান্স সফরের প্রাক্কালে, সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর সিজিটিএন ও চায়না রেনমিন বিশ্ববিদ্যালয় যৌথভাবে, ১৫১৩ জন ফরাসি নাগরিকের ওপর একটি জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারীদের ৮০.২ শতাংশ মনে করেন, চীন একটি প্রভাবশালী বড় দেশ এবং ৭০.৩ শতাংশ মনে করেন, চীন একটি সফল দেশ।

জরিপ অনুসারে, ফরাসি উত্তরদাতারা চীনের উচ্চমানের উন্নয়ন ও উন্মুক্তকরণের উচ্চ মূল্যায়ন করেন। এর মধ্যে ৯১.৫ শতাংশ উত্তরদাতা চীনের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেছেন। ১৮ থেকে ২৪ বছর বয়সী উত্তরদাতাদের মধ্যে আবার ৯৫.৯ শতাংশই চীনের অর্থনৈতিক উন্নয়নকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখেন। আর, উচ্চ-আয়ের উত্তরদাতাদের মধ্যে এর অনুপাত ৯৭.২ শতাংশ। এ ছাড়া, ৮৯.৮ শতাংশ চীনের অর্থনীতির উচ্চ দ্রুতগতির প্রশংসা করেন; ৭২.৭ শতাংশ মনে করেন, চীনা অর্থনীতি বিশ্বের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ; ৮৮.৮ শতাংশ মনে করেন, চীনের বিজ্ঞান ও প্রযুক্তি খাত অত্যন্ত শক্তিশালী; ৭৬.৮ শতাংশ সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তিগত উদ্ভাবনে চীনের প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছেন; ৭১.৪ শতাংশ মনে করেন, চীন বিশ্বব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের উন্নয়ন ও উদ্ভাবনে নতুন প্রেরণা যুগিয়ে চলেছে।

দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৬০ বছরে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৮০০ গুণ বেড়েছে। ফ্রান্স ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-তে চীনের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ও প্রকৃত বিনিয়োগের তৃতীয় বৃহত্তম উত্স। চীন এশিয়ায় ফ্রান্সের বৃহত্তম ও বিশ্বের সপ্তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ফ্রান্স হবে চলতি বছর চীনের আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলা ও সপ্তম চীনের আমদানি মেলার সম্মানিত দেশ।

চীনা অর্থনীতির উচ্চমানের উন্নয়ন ও উন্মুক্তকরণ ফরাসি প্রতিষ্ঠানগুলোর জন্য সুযোগ সৃষ্টি করে। এ সম্পর্কে ৮৬.২ শতাংশ উত্তরদাতারা মনে করেন, আন্তর্জাতিক বাজারে চীনা প্রতিষ্ঠানগুলোর বিশাল প্রভাব রয়েছে; ৬৬.২ শতাংশ মনে করেন, চীনে ব্যবসার পরিবেশ বিদেশী বিনিয়োগকারীদেরকে আকর্ষণ করছে; ৫৬.৭ শতাংশ মনে করেন, বিশ্বের শিল্প ও সরবরাহ চেইনে চীনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ; ৫৮.৮ শতাংশ মনে করেন, চীনের বিশাল বাজার ফরাসি প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যাপক উন্নয়নের সুযোগ সৃষ্টি করছে; ৬৫.৮ শতাংশ ১৮ থেকে ২৪ বছর বয়সী উত্তরদাতা আশা করেন যে, চীন কর্তৃক প্রস্তাবিত আন্তর্জাতিক সহযোগিতা প্রকল্পসমূহে ফ্রান্স সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn