বাংলা

চীনা অর্থনীতি অব্যাহতভাবে উন্নত হচ্ছে

CMGPublished: 2024-04-16 14:38:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের আমদানি ও রপ্তানি পণ্যমেলা তথা কুয়াংচৌ মেলা সোমবার শুরু হয়। মেলা চলবে ৫ মে পর্যন্ত, অনলাইন ও অফলাইনে তিন দফায়। এবারের মেলাস্থলের আয়তন ১৫.৫ লাখ বর্গমিটার, প্রদর্শনী স্টল প্রায় ৭৪ হাজারটি, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ২৯ হাজার। এটি নতুন রেকর্ড।

একই দিন সিনচিয়াংয়ের ইনিং ও কাজাখস্তানের আলমাটির মধ্যে আন্তর্জাতিক বিমান রুট আনুষ্ঠানিকভাবে চালু হয়। এখন সিনচিয়াংয়ের উরুমছি ও কাশগরের পর ইনিংও আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পেলো। উরুমছি শুল্ক বিভাগ যাত্রীদের আরও দক্ষ ও সুবিধাজনক সেবা দিচ্ছে।

চীনের গুরুত্বপূর্ণ প্রকল্প চিয়াংসি প্রদেশের রুইজিন ও কুয়াংতং প্রদেশের মেইচৌর মধ্যে রুইমেই রেলপথের দীর্ঘতম সেতু মিয়ানশুয়েই-এর নির্মাণকাজ সোমবার শুরু হয়েছে। রেলপথটি ২০২৭ সালের জুন মাসে চালু হবে। চালু হওয়ার পর দক্ষিণ চিয়াংসি ও উত্তর কুয়াংতংয়ের পুরোন বিপ্লব এলাকার পরিবহনব্যবস্থা ব্যাপকভাবে উন্নত হবে।

বিভিন্ন সূচক ও পরিসংখ্যান থেকে প্রতিফলিত হচ্ছ যে, চীনা অর্থনীতির অভ্যন্তরীণ চালিকাশক্তি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং চীনা অর্থনীতি অব্যাহতভাবে উন্নত হচ্ছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn