সি চিন পিংয়ের সঙ্গে তাইওয়ানের মা ইং চিউর সাক্ষাৎ
এপ্রিল ১১: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং গতকাল(বুধবার) বিকেলে বেইজিংয়ে চীনের তাইওয়ানের মা ইং চিউ এবং তার প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন।
সাক্ষাতে প্রেসিডেন্ট সি উল্লেখ করেন যে তাইওয়ান প্রণালীর উভয় তীরের স্বদেশীদের একটি অভিন্ন রক্ত, অভিন্ন সংস্কৃতি এবং অভিন্ন ইতিহাস রয়েছে। তিনি বলেন, ‘আরও গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের জাতির কাছে একটি অভিন্ন দায়িত্ব এবং ভবিষ্যতের জন্য একটি অভিন্ন প্রত্যাশা রয়েছে।’ তিনি বলেন, চীনা জাতির সামগ্রিক স্বার্থ এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন থেকে তাইওয়ান প্রণালীর দু’তীরের সম্পর্কের সামগ্রিক পরিস্থিতি আমাদের উপলব্ধি করতে হবে। বিস্তারিত শুনবেন আজকের সংবাদ পর্যালোচনায়।
মা ইং-চিউ তাইওয়ানের তরুণদের নিয়ে ১ থেকে ১১ এপ্রিল পর্যন্ত কুয়াংতোং, শায়ানসি, বেইজিং এবং অন্যান্য জায়গায় ছিংমিং স্মৃতি অনুষ্ঠান এবং অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করেন। গতকাল বৈঠকের শুরুতে, সি চিনপিং প্রথমে মা ইং চিউ এবং তার দলকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রেসিডেন্ট সি বলেন,
“এই দ্বিতীয়বার জনাব মা ইং চিউ এবং আমি দেখা করেছি। চীনের মূল ভূভাগে এখন সুন্দর বসন্ত ঋতু চলছে। আমি তরুণ বন্ধুদের দেখে খুব খুশি হয়েছি। তাইওয়ান প্রণালীর উভয় তীরের মানুষ চীনা জাতির অন্তর্গত। চীনা জাতি বিশ্বের এক মহান জাতি।এই জাতি দীর্ঘস্থায়ী, জাঁকজমকপূর্ণ এবং অতুলনীয় চীনা সভ্যতা তৈরি করেছে, যার জন্য প্রতিটি চীনা ছেলে মেয়ে গর্বিত এবং তারা এই গৌরবকে ধারণ করে। চীনা জাতির পাঁচ হাজার বছরেরও বেশি দীর্ঘ ইতিহাস রয়েছে। এই পথ ধরে, চীনা জাতি তাইওয়ান প্রণালীর উভয় তীরের অবিভাজ্য ইতিহাস রচনা করেছে এবং এই ঐতিহাসিক সত্য প্রতিষ্ঠিত করেছে যে তাইওয়ান প্রণালীর উভয় তীরের বাসিন্দারা রক্তের বন্ধনে সম্পর্কিত।” তিনি আরও বলেন,“প্রণালীর মধ্যকার দূরত্ব এবং ব্যবস্থার পার্থক্য এই বাস্তব সত্যকে পরিবর্তন করতে পারে না যে প্রণালীর উভয় পাশ একই দেশ ও জাতির অন্তর্গত। বাহ্যিক হস্তক্ষেপ পরিবার ও দেশের পুনর্মিলনের ঐতিহাসিক ধারা বন্ধ করতে পারে না।”
সি জোর দিয়ে বলেন, তরুণরা দেশের আশা, জাতির ভবিষ্যত। তিনি আরও বলেন, ‘চীনা জাতির সামগ্রিক স্বার্থ এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন থেকে তাইওয়ান প্রণালীর দু’পারের সম্পর্কের সামগ্রিক পরিস্থিতি আমাদের উপলব্ধি করতে হবে’।
প্রথমত, দৃঢ়ভাবে চীনা জাতির সাধারণ গৃহকে রক্ষা করা। তাইওয়ান প্রণালীর দু’পারের বাসিন্দাকে অবশ্যই "তাইওয়ানের তথাকথিত স্বাধীনতা" বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ এবং বহিরাগত শক্তির হস্তক্ষেপের দৃঢ় বিরোধিতা করতে হবে, দৃঢ়ভাবে চীনা জাতির সাধারণ ঘরকে রক্ষা করতে হবে, যৌথভাবে শান্তিপূর্ণ পুনর্মিলনের উজ্জ্বল ভবিষ্যতের অনুসরণ করতে হবে এবং চীনা জাতির ভাগ্যের চাকাকে চীনাদের হাতেই দৃঢ়ভাবে ধরে রাখতে হবে।
দ্বিতীয়ত, চীনা জাতির জন্য দীর্ঘস্থায়ী কল্যাণ সৃষ্টিতে আমাদের অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে। তাইওয়ান প্রণালীর দু’পারের বাসিন্দার কল্যাণ হল ক্রস-স্ট্রেইট সম্পর্ক উন্নয়নের সূচনা বিন্দু এবং লক্ষ্য।
তৃতীয়ত, দৃঢ়ভাবে চীনা জাতির ঐক্যবদ্ধ অনুভূতি গড়ে তোলা। ক্রস-স্ট্রেইট বিনিময় এবং একীকরণকে সক্রিয়ভাবে উন্নীত করার জন্য আমরা আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করব, যাতে প্রণালীর দু’পারের স্বদেশীরা হৃদয় থেকে হৃদয়ে কথা বলতে পারে, বিনিময়ে আস্থা বাড়াতে পারে এবং চেতনাগত সম্প্রীতি প্রচার করতে পারে।
চতুর্থত, চীনা জাতির মহান পুনর্জাগরণকে আমাদের দৃঢ়ভাবে উপলব্ধি করতে হবে।
মা ইং চিউ বলেন "১৯৯২ ঐক্যমত্য" মেনে চলা এবং "তাইওয়ানের তথাকথিত স্বাধীনতা" এর বিরোধিতা করা হচ্ছে প্রণালী দু’পারের সম্পর্কের শান্তিপূর্ণ বিকাশের জন্য সাধারণ রাজনৈতিক ভিত্তি। তাইওয়ান প্রণালীর দু’পারের জনগণের উচিত আদান-প্রদান ও সহযোগিতাকে আরও গভীর করা, যৌথভাবে চীনা সংস্কৃতির উত্তরাধিকারী হওয়া, তাইওয়ান প্রণালীর দু’তীরের স্বদেশীর কল্যাণকে বৃদ্ধি করা এবং চীনকে পুনরুজ্জীবিত করার জন্য হাতে হাত রেখে এগিয়ে যাওয়া।