বাংলা

আবার বৃক্ষরোপণে অংশ নিয়ে প্রেসিডেন্ট সি চিন পিং যা বলেছেন

CMGPublished: 2024-04-04 16:27:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল মাসে বেইজিংয়ে ফুল ফোটে এবং গাছে নতুন কুঁড়ি আসে। বুধবার সকালে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রাজধানীর স্বেচ্ছায় বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নিতে বেইজিংয়ের থুংচৌ ডিস্ট্রিক্টের লুছেং থানায় যান। বৃক্ষ রোপণস্থলে তিনি জোর দিয়ে বলেন, মাতৃভূমিকে সবুজ করতে হলে আমাদের একই সঙ্গে সবুজের সম্প্রসারণ, প্রচার ও সুরক্ষা করতে হবে।

সি চিন পিং টানা অনেক বছর ধরে বৃক্ষরোপণে অংশ নিচ্ছেন, তা কী কী তথ্য প্রচার করেছে? আজকে এই বিষয় নিয়ে কথা বলবো।

এই বছর গাছ লাগানোর জন্য দুটি গুরুত্বপূর্ণ সময় রয়েছে।

প্রথমটি হল, নয়া চীনে বৃক্ষরোপণ দিবস চালুর ৪৫তম বার্ষিকী। ১৯৭৯ সালের ফেব্রুয়ারি মাসে চীনের পঞ্চম জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির ষষ্ঠ অধিবেশনে রাষ্ট্রীয় পরিষদের প্রস্তাবের ভিত্তিতে ১২ মার্চকে বৃক্ষরোপণ দিবস হিসাবে ঘোষণা করা হয়।

দ্বিতীয়টি হল, এটি রাজধানীর ৪০তম বৃক্ষরোপণ দিবস। ১৯৮৫ সালের মার্চ মাসে, বেইজিং এপ্রিল মাসের প্রথম সাপ্তাহিক ছুটির দিনটিকে রাজধানীতে বাধ্যতামূলক বৃক্ষরোপণ দিবস হিসাবে নির্ধারণ করে।

প্রেসিডেন্ট সি চিন পিং বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেন। সিপিসির সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে এ বছর তিনি ১২তম বার বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নিয়েছেন। কেন্দ্রীয় সরকারে কাজ শুরু করার পর থেকে তিনি যথাক্রমে ১৭ বার এমন কার্যক্রমে অংশ নেন।

বৃক্ষরোপণে শুধু সবুজ চারা রোপণ করা হয় না, দেশের উজ্জ্বল ভবিষ্যৎও রোপণ করা হয়।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn