বাংলা

ধারাবাহিক তথ্যাবলী চীনের অর্থনীতির আশাবাদী প্রত্যাশা নিশ্চিত করে

CMGPublished: 2024-04-02 13:49:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ২: ‘এটিই একটি ইতিবাচক সংকেত’--সাম্প্রতিক কিছু দিনে চীনের তিনটি প্রধান অর্থনৈতিক সূচক একই সাথে পুনরুদ্ধার হওয়ার খবর আন্তর্জাতিক জনমতের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। এজেন্সি ফ্রান্স-প্রেস বা এএফপি-সহ বিদেশি মিডিয়ার মতে, এসব অপ্রত্যাশিত তথ্য চীনের অর্থনীতি পুনরুদ্ধারের গতি দ্রুততর হওয়ার সর্বশেষ লক্ষণ। যা কেবল ‘উৎসাহজনকই’ নয়, বরং বিশ্ব অর্থনীতিতে নতুন প্রেরণা যোগ করবে বলে এসব মিডিয়া মনে করে।

তিনটি প্রধান সূচক হলো ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার সূচক বা পিএমআই (PMI), অ-উৎপাদন ব্যবসায়িক কার্যকলাপ সূচক এবং সার্বিক পিএমআই। এর মধ্যে সার্বিক পিএমআই প্রধানত সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি প্রতিফলিত করে; পিএমআই যন্ত্রনির্মাণ শিল্পের বিকাশ ও পরিবর্তনের প্রবণতা প্রতিফলিত করে; অ-উৎপাদন ব্যবসায়িক কার্যকলাপ সূচক প্রধানত পরিষেবা শিল্পের বিকাশ প্রতিফলিত করে। পিএমআই একটি দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিবর্তনের একটি ব্যারোমিটার হিসেবে বিবেচিত হয় এবং অর্থনৈতিক কর্মকাণ্ড নিরীক্ষণ, পূর্বাভাস এবং পূর্বসতর্কতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

চীনের সর্বশেষ সরকারি তথ্যে জানা গেছে, গত মার্চ মাসে পিএমআই, অ-উৎপাদন ব্যবসায়িক কার্যকলাপ সূচক এবং সার্বিক পিএমআই সূচক ছিল যথাক্রমে ৫০.৮, ৫৩.০ এবং ৫২.৭ শতাংশ। যা আগের মাসের তুলনায় যথাক্রমে ১.৭, ১.৬ এবং ১.৮ শতাংশ বেশি। তাদের মধ্যে মার্চ মাসে উত্পাদন কার্যক্রম অর্ধ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রসারিত হয়েছিল এবং এক বছরে নতুন উচ্চতায় পৌঁছেছে। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ব্লুমবার্গসহ বিদেশি সংবাদমাধ্যম বলেছে যে, এতে দেখা যায় যে, চীনের যন্ত্রনির্মাণ শিল্পের ভবিষ্যত আশাবাদী হয়ে উঠছে এবং সামগ্রিক অর্থনীতি স্থিতিশীল হচ্ছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn