বাংলা

‘চীনের উন্নয়নে উচ্চ পর্যায়ের ফোরাম-২০২৪’: অর্থ মন্ত্রণালয় কীভাবে উচ্চ গুণগত মানের উন্নয়নকে সমর্থন করবে, ব্যাখ্যা অর্থমন্ত্রীর

CMGPublished: 2024-03-25 14:53:29
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মার্চ ২৫: ‘চীনের উন্নয়নে উচ্চ পর্যায়ের ফোরাম-২০২৪’-এর দু’দিনব্যাপী বার্ষিক সম্মেলন গতকাল (রোববার) বেইজিংয়ে শুরু হয়েছে। সম্মেলনে চীনের অর্থমন্ত্রী লান ফু আন বলেন, নতুন বছরে চীনের অর্থ মন্ত্রণালয় উচ্চ গুণগত মানের উন্নয়নকে এগিয়ে নেওয়ার বিষয়টি কেন্দ্র করে নতুন মানের উত্পাদন শক্তি লালন করবে, এবং সরবরাহব্যবস্থার কাঠামোগত সংস্কার ও চাহিদার কাঠামোগত ব্যবস্থাপনার সমন্বয় করে অর্থনৈতিক অঙ্গনের স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।

চীনের দুই অধিবেশন সবেমাত্র শেষ হওয়ার পর এবারের এই বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়েছে। এতে চীনের অব্যাহত উন্নয়নের চালিকাশক্তি ও সম্ভাবনা এবং চীনের সামষ্টিক নীতির পরিচয়সহ আলোচ্য বিষয় অংশগ্রহণকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। গেল বছরের শেষদিকে কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক কর্মকাণ্ড সম্মেলনে স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে যে, ২০২৪ সালে চীনের অর্থ বিষয়ক ইতিবাচক নীতির গুণগত মান উন্নয়ন করে এর কার্যকারিতা বাড়ানো উচিত। চীনের সরকারী কার্যবিবরণীতে অর্থ বিষয়ক ইতিবাচক নীতির আরো বিন্যস্ত করা হয়েছে।

এ বছর চীনের অর্থ বিষয়ক ইতিবাচক নীতি কীভাবে গুণগত মান উন্নয়ন করে কার্যকারিতা বাড়াবে, এই সম্পর্কে দেশি-বিদেশি অতিথিদের কাছে পাঁচটি ক্ষেত্রের কর্মকাণ্ড তুলে ধরেছেন চীনের অর্থমন্ত্রী লান।

অর্থ কীভাবে উচ্চ গুণগত মানের উন্নয়নকে সমর্থন করবে? অর্থমন্ত্রী লান প্রথমে কীভাবে ‘নতুন মানের উত্পাদন শক্তি দ্রুত উন্নয়নকে সমর্থন করে উচ্চ গুণগত মানের উন্নয়নে প্রবল চালিকাশক্তি যোগাবে’, সে বিষয়গুলোর উপর আলোকপাত করেন। তিনি বলেন, নতুন মানের উত্পাদন শক্তি উন্নয়ন করা উচ্চ গুণগত মানের উন্নয়নকে এগিয়ে নেওয়ার অভ্যন্তরীণ প্রয়োজনীয়তা এবং গুরুত্বপূর্ণ ফোকাস। নতুন মানের উত্পাদন শক্তির বৈশিষ্ট্য হচ্ছে নব্যতাপ্রবর্তন। অর্থমন্ত্রী লান বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বৈজ্ঞানিক নব্যতাপ্রবর্তনকে এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেব অগ্রাধিকার দিয়েছে চীনের অর্থ মন্ত্রণালয়। চীন গবেষণা ব্যয়ে স্থিতিশীলভাবে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে, এবং এ ক্ষেত্রে বার্ষিক গড় প্রবৃদ্ধির হার ১০ শতাংশ বেশি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn