বাংলা

চীনের নতুন সামষ্টিক নীতি অর্থনীতির মসৃণ ব্যবস্থাপনায় শক্তিশালী সমর্থন দেবে

CMGPublished: 2024-02-25 17:47:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ফেব্রুয়ারি ২৫: এ বছর চীন বিভিন্ন সামষ্টিক নীতি কার্যকর করেছে, এটি অর্থনীতির মসৃণ ব্যবস্থাপনায় শক্তিশালী সমর্থন দেবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দৃষ্টিতে চীনা অর্থনীতি প্রবৃদ্ধির ঊর্ধ্বমুখী সংশোধন বেশ গুরুত্বপূর্ণ। কারণ হল, চীন বেশ কয়েকটি কার্যকর সামষ্টিক নীতি গ্রহণ করেছে। চীন বৈদেশিক বাণিজ্য, ভোগ ও ঝুঁকি প্রতিরোধের জন্য নতুন নীতি কার্যকর করেছে। সংস্থাটি বিশ্বাস করে যে, চীনের আরো বড় আকারের নীতিগত অবস্থান আছে। এদিকে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান মনে করে, চীন উচ্চ মানের উন্নয়ন জোরদার করেছে এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন বাস্তবায়নের প্রক্রিয়ায় বিশ্বের জন্য বিরাট সহযোগিতার সুপ্তশক্তি এনে দেবে।

বিদেশি বিনিয়োগ হলো চীনা অর্থনীতি ও বিশ্ব অর্থনীতির অভিন্ন সমৃদ্ধি ও উন্নয়ন জোরদারের গুরুত্বপূর্ণ শক্তি। নতুন বছর চীনের মন্ত্রণালয়গুলো ও বিভিন্ন স্থান ব্যাপকভাবে বিদেশি বিনিয়োগ সংগ্রহের নীতি কার্যকর করেছে। চীন অব্যাহতভাবে বাজারায়ন, আইনি ও আন্তর্জাতিক প্রথম-শ্রেণীর ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছে।

বসন্ত উত্সবের পর প্রথম কর্মদিবসে শাংহাই নতুন দফা ব্যবসায়িক কর্ম পরিকল্পনা কার্যকর করেছে। আরেক ধাপে উচ্চ মানের সংস্কার ও উন্মুক্তকরণ উন্নয়ন, উন্নয়নের চালিকাশক্তি ও প্রতিযোগিতামূলকত উন্নয়ন এবং সার্বিকভাবে অগ্রগামী সংস্কার ও অগ্রণী উন্মুক্তকরণ বাড়ানো হবে। সিঙ্গাপুরের ডিবিএস গ্রুপের (DBS Group) সিইও পীযূষ গুপ্ত ( Piyush Gupta ) মনে করেন, শাংহাই একটি সমৃদ্ধ মহাশহরে উন্নীত হয়েছে। বিশেষ করে আর্থিক পরিষেবা শিল্প। যেমন, শাংহাই আন্তর্জাতিক জ্বালানি সম্পদ ব্যবস্থা কেন্দ্র, শাংহাই ফিউচার এক্সচেঞ্জ এবং শাংহাই অবাধ অঞ্চলের উন্নয়ন বিশ্বের আর্থিক ব্যবস্থার জন্য অনেক নতুন সুযোগ সৃষ্টি করেছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn