বাংলা

যুক্তরাষ্ট্রের ‘চীনকে পরিবর্তন করার’ ইচ্ছা বন্ধ করা উচিত

CMGPublished: 2024-02-06 19:51:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

যুক্তরাষ্ট্র এখন বিবেচনা করছে ‘কেন চীনকে পরিবর্তন করতে তারা ব্যর্থ হয়েছে?’ তবে, যুক্তরাষ্ট্রের উচিত এ বিষয় বিবেচনা করা-‘কেন তারা মনে করে যে, তারা চীনকে পরিবর্তন করতে পারবে?’ ব্রিটেনের পণ্ডিত মার্টিন জ্যাকুইস জানান, যুক্তরাষ্ট্র চীনের আচরণ সঠিকভাবে বুঝতে পারে না। এর কারণ হল, যুক্তরাষ্ট্র চীনের ইতিহাস ও সংস্কৃতি অবহেলা করে আসছে।

‘চীনের উন্নয়ন নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে যুক্তরাষ্ট্র সবসময় অতিরিক্ত ধারণা করেছে। মার্কিন পণ্ডিত কার্ট ক্যাম্পবেল ও ইলি র‍্যান্টার একটি যৌথ প্রবন্ধে এ কথা লিখেছেন। আসলে চাপ প্রয়োগ করে চীনের উন্নয়নের পথ পরিবর্তন করা যাবে না। চীন যা করেছে, তা সব দেশের উন্নয়ন ও জণকল্যাণের ওপর ভিত্তি করে।

চীন ও যুক্তরাষ্ট্রের বিশ্বের শান্তি ও উন্নয়নকে প্রভাবিত করার ক্ষমতা রয়েছে। চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক মানবজাতির ভবিষ্যতের ভাগ্য ও কল্যাণের সঙ্গে জড়িত। ‘দ্য ফাইন্যানশ্যল টাইমসের’ একটি প্রবন্ধে বলা হয়েছে, ‘চীন সবসময় থাকবে’, যুক্তরাষ্ট্রকে তা উপলব্ধি করতে হবে। তবে, চীনকে আত্মসমর্পণ করানো আসলে কোনো কৌশল হবে না।’

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn