বাংলা

বসন্ত উত্সবে ভ্রমণ নির্বিঘ্ন করতে চীনের বিভিন্ন জায়গায় নানা পদক্ষেপ

CMGPublished: 2024-02-02 13:33:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ফেব্রুয়ারি ২: চীনের আবহাওয়া পূর্বাভাস বিভাগ জানিয়েছে, দেশটির মধ্য ও পূর্বাঞ্চলে বেশ কয়েকদিন ধরে তাপমাত্রা নিম্ন থাকবে এবং বৃষ্টি ও তুষারপাত হবে। কোনও কোনও অঞ্চলে তুষারপাত আগের ইতিহাসও ভেঙ্গে দিতে পারে। বসন্ত উত্সব উপলক্ষ্যে ভ্রমণের ব্যস্ত দিনগুলোতে নাগরিকদের নির্বিঘ্ন চলাচল, স্বাভাবিক উত্পাদান এবং স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে বিভিন্ন জায়গার কর্তৃপক্ষ জরুরিভিত্তিতে ব্যবস্থা নিয়েছে বা নিচ্ছে।

৩১ জানুয়ারি বিকেল ছয়টা থেকে চেংচৌ শহরে তুষারপাত ঘটে। হ্যনান প্রদেশের আবহাওয়া পূর্বাভাস বিভাগ জানায় যে, ২ থেকে ৩ ফেব্রুয়ারি সারাদেশে মাঝারি থেকে ভারী তুষারপাত হবে। ৬ ফেব্রুয়ারি আগে প্রদেশে বৃষ্টি ও তুষারপাত হবে। তাই প্রাদেশিক সরকার ১ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে নিম্ন-তাপমাত্রা এবং বৃষ্টি ও তুষার ও বরফের মতো প্রাকৃতিক দুর্যোগের তৃতীয় পর্যায়ের জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত নিয়েছে।

হুনান প্রদেশের আবহাওয়া বিভাগও জানায়, ১ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ওই প্রদেশ তাপমাত্রা কম থাকবে এবং বৃষ্টি ও তুষারপাত হবে। তাই সংশ্লিষ্ট বিভাগ ১ ফেব্রুয়ারি দুপুর ১টা থেকে নিম্ন-তাপমাত্র এবং বৃষ্টি, তুষার ও বরফের মতো প্রাকৃতিক দুর্যোগের তৃতীয় পর্যায়ের জরুরি অবস্থা জারি করেছে।

এখন বসন্ত উত্সব উপলক্ষ্যে যাতায়াতের ব্যস্ত সময় শুরু হয়েছে। ভ্রমণকারীদের নির্বিঘ্ন চলাফেরা এবং ফ্লাইটের নিরাপত্তা নিশ্চিত করতে হ্যনান প্রদেশের কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্য প্রকাশ করেছে এবং পানীয় জল, বিদ্যুৎ, বিশ্রামসহ নানা পরিষেবা সম্পর্কিত কাজের ওপর গুরুত্বারোপ করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩১ জানুয়ারি থেকে হ্যনান প্রদেশের চেংচৌ বিমানবন্দর দিয়ে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে যাত্রী চলাচল করছে এবং এ বিমানবন্দর দিয়ে ৫০ হাজার নিরাপদ যাতায়াত সম্পন্ন হয়েছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn