বাংলা

নরওয়েতে চীনের বরফ-ভাস্কর্য ও বসন্ত উত্সব

CMGPublished: 2024-01-30 14:07:33
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

উদ্বোধনী অনুষ্ঠানের পর অনেক স্থানীয় লোক বরফের ভাস্কর্য এবং রঙিন লণ্ঠনের সৌন্দর্য উপভোগ করেন এবং সেগুলোর সাথে ছবি তোলেন। ইনোভেশন নরওয়ের ভাইস প্রেসিডেন্ট এলবিসাবেথ মায়ের বলেন, এশিয়ায় চীন হলো নরওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। ভবিষ্যতে দু’দেশ আরো ব্যাপক সহযোগিতা চালাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন,

“আমি বরফের ভাস্কর্য ও লণ্ঠনের এই চমত্কার প্রদর্শনী দেখে খুব চমত্কৃত হয়েছি। এটি অসলোকে চীনের দেওয়া খুব সুন্দর ও মূল্যবান উপহার। আমরা দুই দেশের মধ্যে ভবিষ্যতের সহযোগিতার প্রত্যাশায় রইলাম। আমাদের দুই দেশের সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। তবে, আমরা অভিন্ন চ্যালেঞ্জেরও মুখোমুখি হয়েছি ও হচ্ছি। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমাদের নতুন সমাধানের পদ্ধতি খুঁজে বের করা উচিত। চীন এশিয়ায় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। আমাদের সহযোগিতা নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে। আমি সকল চীনা বন্ধুকে নববর্ষের শুভেচ্ছা জানাই এবং তাদের জন্য ড্রাগন-বর্ষের শুভ কামনা জানাই।”

ইনোভেশন নরওয়ের এশিয়া ও মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রধান ওলে হেনায়েস বলেন,

“এই অনুষ্ঠান দারুণ চমত্কার এবং এটি মহান পদ্ধতিতে চীনের সংস্কৃতিকে তুলে ধরেছে। কোনো কোনো ক্ষেত্রে চীনা বাজারের উন্নয়ন অনেক আধুনিক ও উন্নত। চীনা বাজারের সাথে খাপ খাইয়ে আমাদের উদ্ভাবনী ব্যবসার প্রশিক্ষণ নিতে হবে। একটি সত্যিকারের সফল ব্যবসা কেবল নরওয়েজিয়ান কোম্পানির জন্যই কল্যাণ বয়ে আনে না, বরং চীনা সমাজকেও উপকৃত করে। আমি সকলের সুস্বাস্থ্য এবং ড্রাগন-বর্ষের শুভ কামনা জানাই।”

চীনে নরওয়ের দূতাবাসের সাবেক কালচারাল কাউন্সিলর রিগমোর জনসনও চীনাদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “ড্রাগন-বর্ষে আমি আপনাদের জন্য শান্তি, সুস্বাস্থ্য, সুখ, এবং কল্যাণ কামনা করি।”

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn