বাংলা

বসন্ত উত্সব উপলক্ষ্যে চীনের বিভিন্ন জায়গায় কেনাকাটার ব্যস্ততা

CMGPublished: 2024-01-23 11:22:11
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গত ১৮ জানুয়ারি, চীনের চ্যচিয়াং প্রদেশের নববর্ষের জিনিসপত্র উত্সব রাজধানী হাংচৌ শহরের ‘ইয়ু হাং’ জেলায় শুরু হয়েছে। স্থানীয় প্রাকৃতিক আকর্ষণীয় পণ্যগুলো আর্থিক কেনাকাটা কুপন এবং সাইবার প্ল্যাটফর্মের সাহায্যে বিভিন্ন স্থানের অধিবাসীদের পরিবারে পৌঁছে যাচ্ছে।

‘কেনাকাটায় সাহায্য করা’ হচ্ছে এবারের চ্য চিয়াং নববর্ষের জিনিসপত্র উত্সবের একটি বড় বৈশিষ্ট্য। এর উদ্দেশ্য গ্রামীণ পুনরুদ্ধারে সহায়তা করা। চীনের সিনচিয়াং, শিচাং ও ছিংহাইসহ ৭টি প্রদেশ এবং চ্য চিয়াংয়ের ২৬টি জেলার চমত্কার আকর্ষণীয় পণ্যগুলো ভোক্তাদের সামনে তুলে ধরা হয়েছে।

বেইজিং ‘সিনফাতি’ বাজারের রূপান্তর বিভাগের উপ-মহাপরিচালক চাং কেং চেং বলেন, ঐতিহ্যবাহী নববর্ষের জিনিসপত্র ছাড়া, সিনফাতি বাজারে আরও নব্যতাপ্রবর্তন সংক্রান্ত স্ববৈশিষ্ট্যময় এলাকা প্রতিষ্ঠিত হয়েছে। যেমন শুয়োরের মাংস ও বাঁধাকপি, আমদানিকৃত ফলের সম্পূর্ণ তালিকা এবং প্রিমিয়াম ফল সংগ্রহ প্রভৃতি।

১৯৮০ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত জন্মগ্রহণ করা এবং ১৯৯০ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত জন্মগ্রহণ করা লোকেরা নববর্ষের জিনিসপত্রে নতুন পরিবর্তন দেখতে পান। অনলাইনে বুকিংয়ের মাধ্যমে নববর্ষের জিনিসপত্র আরও সমৃদ্ধ হয়েছে। এটি কেবল ঐতিহ্যবাহী স্বাদের প্রতি সম্মানই নয়; বরং গবেষণার মাধ্যমে নববর্ষের জিনিসপত্রের আকৃতি আরও জমকালো হয়ে উঠেছে। তরুণ-তরুণীদের জন্য আরও বেশি জনপ্রিয় খাবার বাজারে দেখা যাচ্ছে। এভাবে গোটা চীনের সমৃদ্ধ খাবারগুলো ছড়িয়ে পড়েছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn