বাংলা

যে-কারণে ক্রস-বর্ডার ই-কমার্স চীনের বৈদেশিক বাণিজ্য উন্নয়নের নতুন চালিকাশক্তি হয়ে উঠেছে

CMGPublished: 2024-01-15 14:31:44
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জানুয়ারি ১৫: চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসনের সাম্প্রতিক তথ্য অনুসারে, ২০২৩ সালে চীনের ক্রস-বর্ডার ই-কমার্স আমদানি ও রপ্তানি ২.৩৮ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছায়; এক্ষেত্রে বৃদ্ধি ১৫.৬ শতাংশ। চীনের ক্রস-বর্ডার ই-কমার্সের উন্নয়ন-বৈশিষ্ট্যগুলি কী? সাম্প্রতিক বছরগুলোতে চীনে ক্রস-বর্ডার ই-কমার্সের দ্রুত বিকাশের পিছনে মূল কারণগুলো কী? ভবিষ্যতে আন্তঃসীমান্ত ই-কমার্সের উচ্চ-মানের উন্নয়নের জন্য আর কী করা উচিত? বিস্তারিত শুনবেন আজকের সংবাদ পর্যালোচনায়।

যখন চীনের বৈদেশিক বাণিজ্যের কথা আসে, বিশেষ করে আন্তঃসীমান্ত ই-কমার্সের কথা, তখন একটি বিশেষ জায়গার ওপর অবশ্যই মনোযোগ দিতে হবে; আর সেটি হল: চেচিয়াং প্রদেশের ই উ শহর, যা ‘বিশ্বের ক্ষুদ্র পণ্যের রাজধানী’ হিসাবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে এখানে ক্রস-বর্ডার ই-কমার্স দ্রুত বিকশিত হয়েছে। প্রথমে, আসুন উপাত্তের মাধ্যমে ই উ-র উন্নয়নের চিত্রটি দেখে নেওয়া যাক।

চেচিয়াং প্রদেশের ই উ, ‘বিশ্বের ক্ষুদ্র পণ্যের রাজধানী’ হিসাবে পরিচিত, ২১ লক্ষাধিক পণ্য একত্রিত করে এবং ২৩৩টি দেশ ও অঞ্চলের সাথে এর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। কাস্টমস উপাত্ত অনুসারে, ২০২৩ সালে ই উ-র আমদানি ও রপ্তানির পরিমাণ ৫৬০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে; এক্ষেত্রে প্রবৃদ্ধি ১৫ শতাংশের বেশি। এর মধ্যে আন্তঃসীমান্ত ই-কমার্স রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, ই উ-র ক্রস-বর্ডার ই-কমার্স লেনদেনের পরিমাণ ১২১.১৬ বিলিয়ন ইউয়ান ছিল, যা আগের বছরের তুলনায় ১১.৮ শতাংশ বেশি। ই উ-তে সমুদ্র, স্থল, আকাশ, রেল ইত্যাদি মাধ্যমে পণ্য রপ্তানির সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। চীন-ইউরোপ মালবাহী রেলপথে ই উ প্ল্যাটফর্ম ১৯টি দিকের পয়েন্ট-টু-পয়েন্ট সরাসরি আন্তর্জাতিক মালবাহী ট্রেন চালু করেছে; ৫০টিরও বেশি ইউরেশীয় দেশ ও ১৬০টিরও বেশি শহর কাভার করেছে।

কেন ই উ-র ক্রস-বর্ডার ই-কমার্স বিশ্বের মনোযোগ আকর্ষণ করে? অধ্যয়ন ও পরিদর্শনের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়া, রাশিয়া ও দক্ষিণ আমেরিকার মানুষ ই উ-তে আসেন। একবার দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে প্রায় ১৫০ জন লোক ই উ-র ক্রস-বর্ডার ই-কমার্স সম্পর্কে জানতে এবং ই উ-র উন্নত অভিজ্ঞতা থেকে শিখতে আসেন। শুধুমাত্র ২০২৩ সালে, ই উ বিভিন্ন ধরণের ৪০০টিরও বেশি ক্রস-বর্ডার ই-কমার্স প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে।

ই উ দেশের ক্রস-বর্ডার ই-কমার্সের ব্যাপক পাইলট জোনের তৃতীয় ব্যাচ। এখন ক্রস-বর্ডার ই-কমার্স ই উ-র বৈদেশিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

২০১৯ সালে, ই উ বাজারের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত অনেক ইউনিটকে একত্রিত করে এবং বাজারের উন্নয়ন, ই-কমার্স ও অন্যান্য অর্থনৈতিক কাজের সমন্বয় ও প্রচারের জন্য একটি নতুন সরকারি বিভাগ, "ই উ বাজার উন্নয়ন কমিটি" প্রতিষ্ঠা করে।

একটি ভাল পণ্য সারা বিশ্বে পৌঁছানোর জন্য, একটি সুবিধাজনক ও মসৃণ লজিস্টিক নেটওয়ার্ক অপরিহার্য। সাম্প্রতিক বছরগুলোতে, আন্তঃসীমান্ত ই-কমার্স শিল্পকে সমর্থন ও শক্তিশালী করার সময়, ই উ লজিস্টিক শিল্পের বিকাশকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রেখেছে। "বিদেশী লজিস্টিক লাইনগুলো ২২০টিরও বেশি দেশ ও অঞ্চলকে কাভার করে", "যুক্তরাজ্য ও ফ্রান্সে ৩-৫ কার্যদিনে পৌছাতে পারে; যুক্তরাষ্ট্র ও ইতালিতে ৫-৮ কার্যদিনে পৌছাতে পারে"— ই উ-র এমন ১৮২৯টি দেশীয় লজিস্টিক কোম্পানি রয়েছে।

চীনের ক্রস-বর্ডার ই-কমার্সের দ্রুত বিকাশ প্রথমত আন্তঃসীমান্ত ই-কমার্সের জন্য ভালো নীতির কারণে হয়েছে। তা ছাড়া, ৫জি, বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং, ইত্যাদি ডিজিটাল পদ্ধতি আরও উন্নত এবং অবকাঠামোব্যবস্থা আরও সম্পূর্ণ হয়েছে। পরবর্তী ধাপে, চীনের অবশ্যই আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীরতর করতে হবে, বিশ্ব বাণিজ্য সংস্থার ই-কমার্স আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে, সিল্ক রোড ই-কমার্সকে জোরালোভাবে বিকশিত করতে হবে এবং ডিজিটাল অর্থনীতি অংশীদারিত্ব চুক্তিতে সক্রিয়ভাবে যোগ দিতে হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn