বাংলা

যে-কারণে ক্রস-বর্ডার ই-কমার্স চীনের বৈদেশিক বাণিজ্য উন্নয়নের নতুন চালিকাশক্তি হয়ে উঠেছে

CMGPublished: 2024-01-15 14:31:44
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কেন ই উ-র ক্রস-বর্ডার ই-কমার্স বিশ্বের মনোযোগ আকর্ষণ করে? অধ্যয়ন ও পরিদর্শনের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়া, রাশিয়া ও দক্ষিণ আমেরিকার মানুষ ই উ-তে আসেন। একবার দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে প্রায় ১৫০ জন লোক ই উ-র ক্রস-বর্ডার ই-কমার্স সম্পর্কে জানতে এবং ই উ-র উন্নত অভিজ্ঞতা থেকে শিখতে আসেন। শুধুমাত্র ২০২৩ সালে, ই উ বিভিন্ন ধরণের ৪০০টিরও বেশি ক্রস-বর্ডার ই-কমার্স প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে।

ই উ দেশের ক্রস-বর্ডার ই-কমার্সের ব্যাপক পাইলট জোনের তৃতীয় ব্যাচ। এখন ক্রস-বর্ডার ই-কমার্স ই উ-র বৈদেশিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

২০১৯ সালে, ই উ বাজারের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত অনেক ইউনিটকে একত্রিত করে এবং বাজারের উন্নয়ন, ই-কমার্স ও অন্যান্য অর্থনৈতিক কাজের সমন্বয় ও প্রচারের জন্য একটি নতুন সরকারি বিভাগ, "ই উ বাজার উন্নয়ন কমিটি" প্রতিষ্ঠা করে।

একটি ভাল পণ্য সারা বিশ্বে পৌঁছানোর জন্য, একটি সুবিধাজনক ও মসৃণ লজিস্টিক নেটওয়ার্ক অপরিহার্য। সাম্প্রতিক বছরগুলোতে, আন্তঃসীমান্ত ই-কমার্স শিল্পকে সমর্থন ও শক্তিশালী করার সময়, ই উ লজিস্টিক শিল্পের বিকাশকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রেখেছে। "বিদেশী লজিস্টিক লাইনগুলো ২২০টিরও বেশি দেশ ও অঞ্চলকে কাভার করে", "যুক্তরাজ্য ও ফ্রান্সে ৩-৫ কার্যদিনে পৌছাতে পারে; যুক্তরাষ্ট্র ও ইতালিতে ৫-৮ কার্যদিনে পৌছাতে পারে"— ই উ-র এমন ১৮২৯টি দেশীয় লজিস্টিক কোম্পানি রয়েছে।

চীনের ক্রস-বর্ডার ই-কমার্সের দ্রুত বিকাশ প্রথমত আন্তঃসীমান্ত ই-কমার্সের জন্য ভালো নীতির কারণে হয়েছে। তা ছাড়া, ৫জি, বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং, ইত্যাদি ডিজিটাল পদ্ধতি আরও উন্নত এবং অবকাঠামোব্যবস্থা আরও সম্পূর্ণ হয়েছে। পরবর্তী ধাপে, চীনের অবশ্যই আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীরতর করতে হবে, বিশ্ব বাণিজ্য সংস্থার ই-কমার্স আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে, সিল্ক রোড ই-কমার্সকে জোরালোভাবে বিকশিত করতে হবে এবং ডিজিটাল অর্থনীতি অংশীদারিত্ব চুক্তিতে সক্রিয়ভাবে যোগ দিতে হবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn