বাংলা

টানা ২০ বছরের বাম্পার ফলন ও গ্রামীণ পুনরুজ্জীবনের তরুণ শক্তি

CMGPublished: 2024-01-08 14:48:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০২৪ সালের নববর্ষের শুভেচ্ছাবাণীতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, চীনে টানা ২০ বছরের মতো খাদ্যের বাম্পার ফলন হয়েছে এবং গ্রামীণ পুনরুজ্জীবনে নতুন আবহ দেখা গেছে। নতুন বছরের শুরুতে আশাবাদী এ ভূমিতে কোটি কোটি কৃষক নতুনভাবে কাজ শুরু করেছে। তারা শক্তিশালী কৃষিনির্ভর দেশ গড়ে তুলছে এবং গ্রামীণ পুনরুজ্জীবনে অবদান রাখছে।

শীতকাল হলেও বরফ ও তুষারে ঢাকা উত্তর-পূর্ব চীনের গ্রামে উষ্ণ বায়ুমণ্ডল দেখা যায়। হেই লং চিয়াং প্রদেশের উ চাং শহরের চেং সিং গ্রামে, সিপিসির সম্পাদক ইউয়ু তিয়ান হং উ চাং চাল বিক্রি করতে একটি ই-কমার্স লাইভ সম্প্রচার দলকে গ্রামে আসার আমন্ত্রণ জানান।

চে সিং গ্রাম, উ চাং চালের কেন্দ্রীয় উত্পাদন এলাকায় অবস্থিত। যদিও গত অগাস্ট মাসে বহু বছর পর অভূতপূর্ব বন্যা দেখা দেয়। তবে সবার যৌথ প্রচেষ্টায় দুর্যোগের প্রভাব সর্বনিম্ন পর্যায়ে নিয়ন্ত্রণ করা হয়। বসন্ত উত্সব আসছে এবং উ চাং চালের বিক্রির শীর্ষ সময়ও আসছে, গ্রামের বাসিন্দারা এজন্য প্রস্তুতি নিচ্ছেন।

ইউয়ু তিয়ান হং বলেন, আমরা প্রতিদিন ব্যস্ততায় থাকি। অর্ডার গ্রহণ করি, উত্পাদন করি। ক্লান্ত হলেও টাকা উপার্জন করতে পারি ভেবে অনেক আনন্দ লাগছে।

২০২৩ সালে যদিও চীনে বিরল প্রাকৃতিক দুর্যোগের পরও টানা ২০ বছর ধরে খাদ্যের বাম্পার ফলন বাস্তবায়ন হয়ে আসছে, খাদ্য উত্পাদনের পরিমাণে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এ বাম্পার ফলনের মূল কারণ হল কমরেড সি চিন পিং কেন্দ্রিক সিপিসি’র কেন্দ্রীয় কমিটি ১৪০ কোটি মানুষের খাওয়ার সমস্যা দেশ প্রশাসনের প্রধান কাজ হিসেবে মনে করে।

গেল এক বছরে, সি চিন পিং গুরুত্বপূর্ণ সম্মেলন ও তৃণমূলে পরিদর্শনে সবসময় খাদ্য নিরাপত্তার উপর বেশ গুরুত্ব দিয়েছন। হ্য পেই প্রদেশের চাং চৌ শহরে, তিনি লবণাক্ত-ক্ষার জমির উন্নয়ন ও ব্যবহার এবং এমন জমির সহনশীল জাতের প্রচারে খোঁজ খবর নিয়েছেন। ইনার মঙ্গোলিয়ার পা ইয়ান নাও এ্যতে, জমি, বীজ, বৈজ্ঞানিক সেচসহ নানা ব্যাপারেও খোঁজ খবর নিয়েছেন। গত বছরের শিষ দিকে অনুষ্ঠিত সিপিসি’র কেন্দ্রীয় কমিটির গ্রাম বিষয়ক কর্মসভায় তিনি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি বলেন, চাষের জমির আয়তন ও উত্পাদন ক্ষমতা জোরদার করা হবে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn