বাংলা

বিশ্বের টেকসই ভবিষ্যৎ নির্মাণে মূল অংশীদার চীন

CMGPublished: 2023-12-17 20:55:02
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের রাজধানী বেইজিংয়ে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে চতুর্থ চীন ও আন্তর্জাতিক উন্নয়ন ফোরাম। এতে টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক অংশীদারিত্বে চীনের ভূমিকা তুলে ধরেছেন দেশ-বিদেশের কর্মকর্তা, বিশেষজ্ঞ এবং পণ্ডিতরা।

চীনে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি বিট ট্রাঙ্কম্যান বলেছেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লকষ্যমাত্রা-বা এসডিজি মাত্র ২০ শতাংশের কম অর্জিত হওয়ার প্রেক্ষাপটে মহামারী, যুদ্ধ এবং সংঘাতের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের মধ্যে বিশ্বকে একটি টেকসই ভবিষ্যতের পথে ফিরিয়ে আনার জন্য সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন এখন বিশ্বব্যাপী উন্নয়ন তহবিলের শীর্ষ প্রদানকারীদের মধ্যে রয়েছে। দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মতো চ্যানেলগুলোর মাধ্যমে বিশ্বের টেকসই উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে দেশটির ভূমিকার ওপর জোর দিয়েছেন ট্রাঙ্কম্যান।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ের আন্ডার সেক্রেটারি-জেনারেল লি চুনহুয়া জাতিসংঘ প্রক্রিয়ায় চীনের সক্রিয় অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন। তিনি এ ক্ষেত্রে চীনের বিশ্ব উন্নয়ন উদ্যোগ ও এক অঞ্চল, একপথ উদ্যোগ-বিআরআইয়ের গুরুত্বের কথা তুলে ধরেন।

২০২৩ সালের জুনের মধ্যে, চীন পাঁচটি মহাদেশ জুড়ে ১৫০ টিরও বেশি দেশ এবং ৩০টি আন্তর্জাতিক সংস্থার সাথে ২০০টিরও বেশি বিআরআই সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।

চীনের অবদান জাতিসংঘের এসডিজি বাস্তবায়নে দারুণ আশাবাদ নিয়ে এসেছে বলে লি উল্লেখ করেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ ফেলো হুগো স্লিম, ফোরামে যোগ দেওয়ার সময় চীনের গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, চীন সবসময় জাতিসংঘের এসডিজি সমর্থন করেছে, এবং বেইজিং সত্যিই উন্নয়নশীল দেশগুলোর সাথে একটি গ্রুপ হিসাবে কাজ করার চেষ্টা করে। তিনি বলেন, পাশ্চাত্যের উন্নয়ন ধারণার বিকল্প মডেল নিয়ে এসডিজিতি চীন একটি উন্নয়নশীল দেশ হিসেবে কাজ করছে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn