বাংলা

নেতৃবৃন্দের সফর প্রতিবেশীদের সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে পারে

CMGPublished: 2023-12-16 19:25:33
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গত মঙ্গলবার ও বুধবার পর্যন্ত প্রেসিডেন্ট সি চিন পিং ভিয়েতনাম সফর করেন। এ সফরে ভিয়েতানামের প্রেসিডেন্ট, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাত্ করেন চীনের প্রেসিডেন্ট। এ ধরনের সফর দুই প্রতিবেশীর মধ্যে পারস্পরিক উপকারী সহযোগিতাকে আরও উন্নীত করবে এবং "কমরেড ও ভাইদের" ঐতিহ্যবাহী বন্ধুত্ব গড়ে তুলবে। পাশাপাশি, প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বন্ধন জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

সফর পরবর্তী চীনের ইংরেজি সংবাদপত্র চায়না ডেইলি’র এক সম্পাদকীয়তে বলা হয়, চীন ও ভিয়েতনামের মধ্যে ফাটল ধরানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রচেষ্টা চালিয়েছে। তার পরওতাদের নিজ নিজ নেতাদের কৌশলগত দিকনির্দেশনায়, চীন ও ভিয়েতনাম শুধুমাত্র তাদের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে লালন করছে এবং তাদের সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করেছে।

এভাবে, দেশ দুটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা উন্নীত করতে পারে। প্রেসিডেন্ট সি বারবার কোনো দেশকে আঞ্চলিক ঐক্য এবং ভাগাভাগির সমৃদ্ধির লক্ষ্যে হস্তক্ষেপ না করা, কোনো শক্তিকে এই অঞ্চলে বিভেদ তৈরি না-করার এবং প্রয়োজনীয় শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার সুযোগ না-দেওয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। এতদাঞ্চলের অব্যাহত গতিশীলতার জন্য এই সমন্বয় খুব জরুরি বলে মনে করে চীন।

উভয় দেশের উন্নয়নের কারণগুলি একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। উভয় দেশই তাদের নিজ নিজ আধুনিকীকরণ লক্ষ্য অর্জনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। একে অপরকে তাদের নিজ নিজ আধুনিকীকরণের পথ অন্বেষণে সহায়তা করার মাধ্যমে, তারা পারস্পরিক বিশ্বাসকে একত্রিত করতে এবং তাদের উন্নয়ন লভ্যাংশ ভাগ করে নেওয়ার জন্য একসাথে কাজ করতে পারে।

গত বুধবার সকালে হ্যানয়ে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ফান থুয়ংয়ের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠক করেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn