বাংলা

‘ছংতু আন্তর্জাতিক ফোরাম, ২০২৩’-এ সি’র শুভেচ্ছাবার্তা ও প্রসঙ্গকথা

CMGPublished: 2023-12-05 14:49:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ডিসেম্বর ৫: গতকাল (সোমবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং "ছংতু আন্তর্জাতিক ফোরাম, ২০২৩"-এর সাফল্য কামনা করে একটি শুভেচ্ছাবার্তা পাঠান। ফোরামে উপস্থিত চীনা ও বিদেশী অতিথিরা বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বার্তাটি সুদূরপ্রসারী ও অর্থবহ, যা সত্যিকারের বহুপাক্ষিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছে এবং বিশ্বব্যাপী শাসনব্যবস্থার ন্যায্য ও যুক্তিসঙ্গত উন্নয়নের কথা বলেছে।

ওয়ার্ল্ড লিডারশিপ অ্যালায়েন্সের চেয়ারম্যান ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ও ছংতু আন্তর্জাতিক ফোরামের অন্যতম সংগঠক ড্যানিলো তুর্ক বলেন: “প্রেসিডেন্ট সি চিন পিং ফোরামে একটি বিশেষ শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন, যা আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় প্রচারে চীনা সরকারের ধারাবাহিক মনোভাবের বহিঃপ্রকাশ। এটা আমাদের জন্য অনেক সম্মানের বিষয়।"

প্রেসিডেন্ট সি চিন পিং তার বার্তায় উল্লেখ করেছেন যে, প্রতিষ্ঠার পর থেকে ছংতু আন্তর্জাতিক ফোরাম বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা, টেকসই অর্থনৈতিক উন্নয়ন, এবং সাংস্কৃতিক বিনিময়কে প্রভাবিত করে এমন অনেক বিষয়ে গভীরভাবে আলোচনা করার জন্য সারা বিশ্বের অন্তর্দৃষ্টিসম্পন্ন লোকদের একত্রিত করেছে। আদান-প্রদান এবং পারস্পরিক শিক্ষা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, এবং জনগণের মধ্যে বন্ধন বৃদ্ধির জন্য ইতিবাচক ভূমিকা রাখছে এই ফোরাম।

"প্রেসিডেন্ট সি চিনপিংয়ের বার্তাটি ফোরামের সফল আয়োজনের দিক নির্দেশ করে এবং শক্তিশালী অনুপ্রেরণা যোগায়।" অস্ট্রেলিয়া-চীন বন্ধুত্বপূর্ণ বিনিময় সমিতির পরিচালক ও ওয়ার্ল্ড লিডারশিপ অ্যালায়েন্সের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের চেয়ারম্যান চৌ চেরং বলেন, ফোরামটি "বহুপাক্ষিকতা: আরও বিনিময়, আরও সহনশীলতা, আরও সহযোগিতা"—এই মূল প্রতিপাদ্যের ভিত্তিতে আয়োজিত, যার লক্ষ্য হল আন্তর্জাতিক সম্প্রদায়কে বিনিময়ের মাধ্যমে বিচ্ছিন্নতা অতিক্রম করতে, সহনশীলতার মাধ্যমে বিরোধ মেটাতে, এবং সহযোগিতার মাধ্যমে উন্নয়ন বাস্তবায়নের আহ্বান জানানো।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn