বাংলা

বিশ্বের সরবরাহ চেইনে গুরুত্বপূর্ণ স্থানে চীন: বিদেশি অংশগ্রহণকারীরা

CMGPublished: 2023-12-02 19:33:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ডিসেম্বর ২: পাঁচ শতাধিক দেশি-বিদেশি ব্যবসাপ্রতিষ্ঠান ও সংস্থা বেইজিংয়ে অনুষ্ঠিত প্রথম সরবরাহ চেইন মেলায় অংশগ্রহণ করেছে। এক হাজারেরও বেশি সরকারি কর্মকর্তা, শিল্প ও বাণিজ্য মহলের ব্যক্তি এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞরা এবারের মেলায় অংশগ্রহণ করেন। বিদেশি অংশগ্রহণকারীরা বিশ্বের সরবরাহ চেইনে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। আজকের অনুষ্ঠানে আমি এ বিষয়টি তুলে ধরবো।

প্রথম চীন আন্তর্জাতিক সরবরাহ চেইন মেলা হলো সরবরাহ চেইনকে প্রতিপাদ্য হিসাবে নিয়ে আয়োজিত বিশ্বের প্রথম জাতীয় মেলা। এটি বিশ্বের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে। ব্রিটেন-চীন ব্যবসা উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান জন ম্যাকলিন সাংবাদিকদের জানান, বর্তমানে চীন ঘনিষ্ঠভাবে বিশ্বের সরবরাহ চেইন ব্যবস্থায় অন্তর্ভূক্ত রয়েছে এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে।

বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-আইওয়ালা মনে করেন, বর্তমানে কিছু কিছু দেশ ‘রাষ্ট্রীয় নিরাপত্তা’ ভাবনা ও ভূ-রাজনৈতিক প্রভাবে ধীরে ধীরে নিজের দেশের সরবরাহ চেইন বিকাশের পথে যাত্রা করছে। এটি অনেক অসুবিধা নিয়ে আসবে। যেমন এটি সরবরাহের ঘনত্বও বাড়াবে এবং আমাদের ক্ষমতা কমাবে।

বুদ্ধিমান যানবাহন চেইনের প্রদর্শনী হলো এবারের মেলার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বের খনি জায়ান্ট রিও টিন্টো গোষ্ঠীর সিইও আলফ ব্যারিওস মনে করেন, চীনের শিল্প ও সরবরাহ চেইনের ভিত্তি স্থিতিশীল। এর সহনশীলতা এবং এ ক্ষেত্রের স্বচ্ছতা চীনে বিনিয়োগের ব্যাপারে আন্তঃদেশীয় প্রতিষ্ঠানগুলোর আস্থা বাড়িয়েছে। তিনি বলেন, চীন কেবল আমাদের বৃহত্তম বাজার নয়; দেশটি ক্রমবর্ধমানভাবে আমাদের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সহযোগিতা, প্রতিভা ও প্রযুক্তির গুরুত্বপূর্ণ উত্সও হয়ে উঠছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn