বাংলা

বেইজিংয়ে সি চিন পিং ও উরুগুয়ের প্রেসিডেন্টের বৈঠক

CMGPublished: 2023-11-23 11:39:41
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২৩: বেইজিংয়ের মহাগণভবনে গতকাল (বুধবার) বিকেলে চীন সফররত উরুগুয়ের প্রেসিডেন্ট লুই আলবার্তো ল্যাকেলে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, চীন ও উরুগুয়ের সম্পর্ককে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করা হবে।

প্রেসিডেন্ট সি প্রথমে প্রেসিডেন্ট ল্যাকেলেকে চীনে স্বাগত জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন,

“প্রেসিডেন্ট ল্যাকেলের সাথে দেখা করে এবং চীনে রাষ্ট্রীয় সফরে আপনাকে স্বাগত জানাতে পেরে আমি খুবই আনন্দিত। ২০২৩ সাল হচ্ছে চীন-উরুগুয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে একটি বিশেষ বছর। এটি কেবল দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে উরুগুয়ের যোগদানের পঞ্চম বার্ষিকী নয়; বরং আপনার পিতা, চীনা জনগণের পুরনো বন্ধু সাবেক প্রেসিডেন্ট র‌্যাকেলিরা হেরেরার চীন সফরের ৩০তম বার্ষিকীও। প্রেসিডেন্টের এবারের চীন সফর অত্যন্ত তাত্পর্যবহ।”

চীনা জাতি ও উরুগুইয়ান জাতি উভয়েই ঐক্য ও বন্ধুত্বের চেতনার পক্ষে। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৩৫ বছরে বিভিন্ন অভ্যন্তরীণ পরিস্থিতি সত্ত্বেও চীন ও উরুগুয়ে সবসময় পারস্পরিক শ্রদ্ধা, আচরণে সমতা এবং পারস্পরিক কল্যাণের ভিত্তিতে কাজে করে বিভিন্ন ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা জোরদার করেছে। বিশেষ করে কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে দু’দেশ একে অপরকে সাহায্য করেছে এবং একসঙ্গে মহামারীর বিরুদ্ধে লড়াই করেছে। চীন ও উরুগুয়ের কৌশলগত অংশীদারিত্বকে উজ্জীবিত করা হয়েছে। বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমবর্ধমানভাবে দু’দেশের বিভিন্ন মহলের একটি সাধারণ ঐকমত্য হয়ে উঠেছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn