বাংলা

প্রসঙ্গ: চীনের প্রথম আন্তর্জাতিক সরবরাহ-চেইন মেলা

CMGPublished: 2023-11-22 11:15:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২২: চীনের প্রথম আন্তর্জাতিক সরবরাহ-চেইন উন্নয়ন মেলা বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। আগামী ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। গতকাল (মঙ্গলবার) চীনের বাণিজ্য উন্নয়ন সমিতি এক প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ৫১৫টি দেশী ও বিদেশী শিল্পপ্রতিষ্ঠান ও সংস্থা এবারের মেলায় অংশগ্রহণ করবে। প্রতিষ্ঠানগুলো মেলায় নিয়ে আসবে নতুন প্রযুক্তি, নতুন পণ্য, এবং নতুন পরিষেবা। ইতোমধ্যেই মেলার বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে।

চেইন এক্সপো হল সাপ্লাই চেইনের থিমসহ বিশ্বের প্রথম জাতীয়-স্তরের প্রদর্শনী। এবারের মেলার মূল প্রতিপাদ্য ‘ভবিষ্যত তৈরি করতে বিশ্বকে সংযুক্ত করা’, আর উদ্দেশ্য হচ্ছে, বহির্বিশ্বের সামনে উচ্চ-স্তরের উন্মুক্তকরণের জন্য একটি নতুন উইন্ডো উপস্থাপন করা, একটি নতুন উন্নয়ন প্যাটার্নের জন নতুন প্ল্যাটফর্ম দেওয়া, এবং একটি উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গড়ে তোলার জন্য একটি নতুন সুযোগ সৃষ্টি করা। চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস প্রেসিডেন্ট চাং শোও ফেং ব্রিফিংয়ে বলেন, প্রথম চেইন এক্সপোর মোট প্রদর্শনী এলাকা হবে ১ লাখ বর্গমিটার।

তিনি বলেন

স্মার্ট অটোমোবাইল চেইন, গ্রিন এগ্রিকালচারাল চেইন, ক্লিন এনার্জি চেইন, ডিজিটাল টেকনোলজি চেইন, এবং হেলদি লাইফ চেইন এবং সাপ্লাই চেইন পরিষেবা প্রদর্শনীর জন্য মেলায় নির্দিষ্ট সেট আপ থাকবে। ৫১৫টি দেশী-বিদেশী শিল্পপ্রতিষ্ঠান ও সংস্থা এবারের মেলায় অংশগ্রহণ করবে।”

প্রথম চেইন এক্সপোতে চীনা এবং বিদেশী সরকারী বিভাগ, ব্যবসায়িক বৃত্ত, প্রাসঙ্গিক আন্তর্জাতিক সংস্থার ১০০০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন। যুক্তরাষ্ট্র থেকে প্রদর্শকদের সংখ্যা প্রত্যাশা ছাড়িয়ে গেছে, যা বিদেশী প্রদর্শকদের মোট সংখ্যার ২০ শতাংশ। চীন কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের প্রদর্শনী বিভাগের পরিচালক উ শেংরং বলেন, এই চেইন এক্সপোতে বিদেশী প্রদর্শকদের অনুপাত বেশি এবং আন্তর্জাতিকীকরণকে আরও হাইলাইট করা এই চেইন এক্সপোর একটি লক্ষ্য। তিনি বলেন

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn