বাংলা

যে কারণে চীন অপরিহার্য

CMGPublished: 2023-11-21 14:26:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এপেকের অনানুষ্ঠানিক শীর্ষ বৈঠকে যোগ দেন। এবারের এপেক তথা এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন-এর সম্মেলনের দিকে দৃষ্টি ছিল বিশ্বের ব্যবসায়ী মহলের। বিশেষ করে, চীনা প্রেসিডেন্টের ভাষণের দিকে নজর ছিল সবার। বিশ্বব্যাপী ব্যবসায়ী মহলের কাছে চীন খুবই গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। কিন্তু কেন?

ম্যাককিনসে গ্লোবাল ইনস্টিটিউটের পূর্বাভাস অনুসারে, ২০২০ সালে চীনের ৫৫টি শহর উচ্চ আয়ের শহরগুলোর মধ্যে থাকবে, যেগুলো চীনের জনসংখ্যার ২৭ শতাংশ কভার করে। আর, ২০৩০ সালের মধ্যে, চীনে উচ্চ আয়ের শহরের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৯৩টিতে, যেগুলো জনসংখ্যার ৪৪ শতাংশ কভার করবে।

গত কয়েক বছরে, অনেক বিদেশী চীনা বাজারের সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছে ও করছে। চীনের ব্যাপারে তারা আশাবাদী। উদাহরণস্বরূপ, ম্যাকডোনাল্ডের চীনের সিইও চাং চিয়া ইন বলেন, ‘গত ৩০ বছরে, চীনা বাজারের বিপুল সম্ভাবনা ম্যাকডোনাল্ডসকে অনন্য উন্নয়নের সুযোগ দিয়েছে।’ জনসন অ্যান্ড জনসনের গ্লোবাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুং ওয়েই ছুন মনে করেন, চীনের সামগ্রিক শিল্পব্যবস্থা খুবই সম্পূর্ণ এবং অর্থনীতির সম্ভাবনা বিশাল। লরেলের চীনা অংশের সিইও ফেই পো রুই বলেন, চীনের ব্যবসা-পরিবেশে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং বাজারে আরও নতুনত্ব নিয়ে আসতে উত্সাহী হন।

পৃথিবী এগিয়ে যাচ্ছে এবং পরিস্থিতির ক্রমশ পরিবর্তন ঘটছে। এ অবস্থায়, কেন চীন এখনও বিশ্বব্যাপী ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য অপরিহার্য স্থান? চীন বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চীনের অবদান থাকবে এক-তৃতীয়াংশ। সম্প্রতি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ২০২৩ সালে চীনের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৫.৪ শতাংশে উন্নীত করেছে। গোল্ডম্যান স্যাকস এবং ইউবিএস-এর মতো বিদেশী আর্থিক প্রতিষ্ঠানগুলোও সম্প্রতি ২০২৪-এর জন্য চীনের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির ওপর প্রতিবেদন প্রকাশ করেছে, ভবিষ্যদ্বাণী করেছে যে, চীনের অর্থনীতির পুনরুদ্ধারের চাকা ঘুরতে থাকবে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn