বাংলা

চীনের নতুন উন্নয়ন বিশ্বে নতুন প্রেরণা ও সুযোগ নিয়ে আসবে

CMGPublished: 2023-11-20 16:56:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২০: "চীন বিনিয়োগের সেরা গন্তব্যের সমার্থক হয়ে উঠেছে, এবং 'চীন'-এর পরও চীন হবে।" এপেক বিজনেস লিডারস সামিটে প্রদত্ত এক লিখিত বক্তৃতায়, প্রেসিডেন্ট সি চিন পিং চীনের অর্থনীতির অর্জন ও সুবিধা বিশদভাবে বর্ণনা করেন। তিনি ঘোষণা করেন যে, চীন অটলভাবে উচ্চ-মানের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেবে এবং উচ্চ-স্তরের উন্মুক্তকরণ ও বাস্তবসম্মত পদক্ষেপ নিশ্চিত করবে। তিনি জোর দিয়ে বলেন, "আমরা দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল উন্নয়ন অর্জনে আত্মবিশ্বাসী, এবং চীনের নতুন উন্নয়নের মাধ্যমে বিশ্বকে প্রেরণা যোগাতে ও বিশ্বের জন্য নতুন সুযোগ সৃষ্টিতে সক্ষম হবো।”

ক্রমাগত ঝুঁকি ও চ্যালেঞ্জ অতিক্রম করে চীন তার উন্নয়নে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। চলতি বছরের শুরু থেকে, জটিল ও গুরুতর আন্তর্জাতিক পরিবেশ ও অভ্যন্তরীণ সংস্কার, উন্নয়ন ও স্থিতিশীলতার কঠিন কাজের মুখোমুখি হয়ে, চীন অনেক অসুবিধা মোকাবিলা করেছে। কিন্তু এসব কঠিনতা সত্ত্বেও, চীন ঠিকই এগিয়ে চলেছে। চীন অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নতি অব্যাহত রেখেছে, প্রবৃদ্ধির হারের দিক দিয়ে বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর মধ্যে এগিয়ে আছে, এবং উচ্চ-মানের উন্নয়নের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে চীনের জিডিপি ৫.২% বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে তৃতীয় প্রান্তিকে বৃদ্ধি পেয়েছে ৪.৯%। উভয় সূচকের দিক দিয়েই চীনের অবস্থান প্রধান অর্থনীতিগুলোর মধ্যে প্রথম সারিতে। আশা করা হচ্ছে যে, বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চীনের অবদান এক-তৃতীয়াংশে পৌঁছাবে।

বাস্তবতা প্রমাণ করেছে যে, চীনের অর্থনীতি অত্যন্ত স্থিতিস্থাপক; এর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এর দীর্ঘমেয়াদী ইতিবাচক মৌলিক বিষয়গুলো পরিবর্তিত হয়নি এবং পরিবর্তন হবেও না। চীন বৈশ্বিক প্রবৃদ্ধির বৃহত্তম ইঞ্জিন হিসাবে ভূমিকা রেখে যাবে এবং গোটা দেশের জন্য বিস্তৃত সুযোগ বয়ে আনবে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn