বাংলা

এপেক সিইও সম্মেলনে ৮০টি চীনা প্রতিষ্ঠানের অংশগ্রহণ

CMGPublished: 2023-11-16 17:22:13
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৬: ২০২৩ সালের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা বা এপেক সিইও সম্মেলন ১৫ থেকে ১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে। চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন পরিষদ-সিসিপিআইটি’র উদ্যোগে ডিজিটাল অর্থনীতি, যন্ত্র উৎপাদন, বায়োমেডিসিন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতের ৮০টি চীনা শিল্পপ্রতিষ্ঠানের ১২০জনেরও বেশি প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন।

সিসিপিআইটি’র প্রধান রেন হংপিন সাংবাদিককে জানান, বতর্মানে চীনা ও মার্কিন ব্যবসায়িক মহলে পরস্পরের জন্য কল্যাণকর সহযোগিতা জোরদার করার ইচ্ছা খুব প্রবল। চীন-যুক্তরাষ্ট্র আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার হলে তা বিশ্বের জন্য আরও বেশি নিশ্চয়তা, স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি যোগাবে বলে চীন বিশ্বাস করে।

চীন ও যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের শীর্ষ দুটি অর্থনীতি। দু’দেশের অর্থনীতির মোট আকার বিশ্বের এক-তৃতীয়াংশেরও চেয়ে বড়, তাদের জনসংখ্যা বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ, দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বিশ্বের এক-পঞ্চমাংশ এবং দুপক্ষের স্বার্থ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।

রেন হংপিন জানান, সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আদান-প্রদান অনেক বেড়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্কে সুষ্ঠু ধারা এসেছে, যা বিশ্বের জন্য একটি মূল্যবান সুখবর।

তিনি বলেন,“চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক, বিশেষ করে আর্থ-বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ী মহল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ শক্তি। দুদেশের ব্যবসায়ী মহলে সহযোগিতা জোরদারের প্রবল ইচ্ছাও রয়েছে। দুদেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার করতে চাইলে, আমাদের ব্যবসায়ী মহলের ইতিবাচক সহযোগিতার চেতনা ধারণ করতে হবে।”

রেন হংপিন জানান, সাম্প্রতিক বছরগুলোতে চীনা বাজার মার্কিন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বেশ আকর্ষণ করছে। চলতি বছরের প্রথম ৮ মাসে, চীনে মার্কিন পুঁজি বিনিয়োগের পরিমাণ ১৯৮ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। এ অঙ্ক গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৬ শতাংশ বেশি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn