বাংলা

চীন ও যুক্তরাষ্ট্রের ‘সামঞ্জস্য’- আরও সুরেলা ও সুন্দর

CMGPublished: 2023-11-15 16:44:25
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৫: ১০ নভেম্বর সন্ধ্যায় চীনের জাতীয় পারফর্মিং আর্ট কেন্দ্রে ‘বন্ধুত্বের ৫০ বছর-ফিলাডেলফিয়া অর্কেস্ট্রার ১৯৭৩ সালে চীন সফরের বিশেষ বার্ষিকী কনসার্ট’ আয়োজন করা হয়। কনসার্ট-টি ফিলাডেলফিয়া অর্কেস্ট্রা ও চীনের জাতীয় সিম্ফনি অর্কেস্ট্রার যৌথ পরিবেশনা।

সম্প্রতি, মার্কিন ফিলাডেলফিয়া অর্কেস্ট্রার প্রধান মা সি ইকে দেওয়া এক জবাবি চিঠিতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জানান, ১৯৭৩ সালে ফিলাডেলফিয়া অর্কেস্ট্রা প্রথমবার চীন সফর করেছিল। ঘটনাটির স্মরণে ফিলাডেলফিয়া অর্কেস্ট্রা নভেম্বরে ১৩তম দফায় চীন সফর করবে এবং চীনের সঙ্গে ধারাবাহিক পরিবেশনা ও বিনিময় কার্যক্রম চালাবে। এ খবরে তিনি আন্তরিক আনন্দ বোধ করেন।

১৯৭৩ সালের সেপ্টেম্বরে, ফিলাডেলফিয়া অর্কেস্ট্রা প্রথমবার চীন সফর করে। নয়া চীন প্রতিষ্ঠার পর, ফিলাডেলফিয়া অর্কেস্ট্রা হলো চীন সফরকারী প্রথম মার্কিন অর্কেস্ট্রা দল। টেবিল টেনিস কূটনীতির পর এবারের ‘সংগীত কূটনীতি’ চীন ও যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রেখেছে।

জবাবি চিঠিতে, প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, ৫০ বছর পর ফিলাডেলফিয়া অর্কেস্ট্রা, চীনের অর্কেস্ট্রা ও একাধিক দেশের শিল্পী একযোগে চীনে পরিবেশনা করেন। তা অবশ্যই ইতিহাসে লেখা থাকবে।

বৃহত্তম উন্নয়নশীল দেশ ও বৃহত্তম উন্নত দেশ হিসেবে, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক হচ্ছে বহুমাত্রিক ও বহুমুখী। দু’দেশের বিনিময় ও আদানপ্রদানও একটি বড় দেশের ‘সামঞ্জস্য’।

তা কিভাবে আরও সুরেলা ও সুন্দর হতে পারে? তা দু’দেশের জনগণের অভিন্ন প্রত্যাশা। এর উপর বিশ্ববাসী নজর রাখছে।

সম্প্রতি, চীন ও যুক্তরাষ্ট্রের বিনিময় উন্নত হয়েছে।

পঞ্চম চীন-যুক্তরাষ্ট্র সিস্টার সিটি সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজন করা হয়, মার্কিন ‘ফ্লাইং টাইগার্স’- জাপানের আগ্রাসী যুদ্ধে চীনা বীরদের স্মৃতিস্তম্ভে ফুলেল শুভেচ্ছা দেওয়ার ঘটনা- চীন-মার্কিন সম্পর্ক উন্নয়নে ভূমিকা রেখেছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn