বাংলা

চীনের প্রেসিডেন্টের আসন্ন যুক্তরাষ্ট্র সফর: সি-বাইডেন শীর্ষ বৈঠকে নজর বিশ্ববাসীর

CMGPublished: 2023-11-12 19:33:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ১৪ থেকে ১৭ নভেম্বর যুক্তরাষ্ট্র সফর করবেন। এ সময়ে সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠেয় ৩০তম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা- এপেকে সম্মেলন যোগ দেবেন চীনের প্রেসিডেন্ট, শীর্ষ বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে।

জটিল আন্তর্জাতিক পরিস্থিতি এবং চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের একটি জটিল পরিপ্রেক্ষিতে সঙ্গত কারণেই গোটা বিশ্বের নজর এখন প্রেসিডেন্ট সি’র যুক্তরাষ্ট্র সফর এবং সি-বাইডেন শীর্ষ বৈঠকের দিকে।

বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতি হিসাবে, চীন এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। বিশ্ব অর্থনীতির এক-তৃতীয়াংশেরও বেশি, বিশ্বের জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ এবং বিশ্ব বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশে অংশীদার এ দুই দেশ।

রাষ্ট্রপ্রধান পর্যায়ে কূটনীতি ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি অপরিবর্তনীয় কৌশলগত ভূমিকা পালন করে। গত নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে শীর্ষ বৈঠকে সি এবং বাইডেনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বোঝাপড়া হয়েছিল।

সে সময় প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেছিলেন যে, চীন পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং জয়-জয় সহযোগিতার তিনটি নীতির ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক উপকারী সহযোগিতা এগিয় নিতে প্রস্তুত। বর্তমান পরিস্থিতিতে, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কম নয়, বরং অধিক অভিন্ন স্বার্থ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্ট সি বলেন, চীন সর্বদা বিশ্বাস করে যে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ স্বার্থ তাদের পার্থক্যের চেয়ে অনেক বেশি এবং দু’দেশের নিজ নিজ সাফল্য পরস্পরের প্রতি চ্যালেঞ্জের পরিবর্তে একটি সুযোগ।

চীন-মার্কিন সহযোগিতাকে কিছুটা জটিল মনে করলেও দু’দেশের মধ্যে অংশীদারিত্ব উভয়ের এবং বৃহত্তর অর্থে বিশ্বের স্বার্থের জন্য কল্যাণকর বলে মনে করেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn