বাংলা

চীন আন্তর্জাতিক আমদানি মেলা: বৈশ্বিক বাণিজ্য-বিনিময় বাড়ানোর অনন্য প্ল্যাটফর্ম

CMGPublished: 2023-11-05 19:29:42
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

রোববার চীনের সাংহাইতে উদ্বোধন হয়েছে ষষ্ঠ চীন আন্তর্জাতিক আমদানি মেলা-সিআইআইই। চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ে অভিনন্দন বার্তা পাঠ এবং প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের মূল বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় ছয় দিনব্যাপী গুরুত্বপূর্ণ এ মেলাটি। চীনের প্রধান এ আমদানি মেলার দিকে নজর থাকে সারা বিশ্বের প্রদর্শকদের।

সাংহাইতে ৫-১০ নভেম্বর পর্যন্ত চলমান এ মেলা চীনের নতুন উন্নয়নের দৃষ্টান্ত, উচ্চ-মানের উন্মুক্তকরণের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম এবং সমগ্র বিশ্বের জন্য একটি অভিন্ন জনকল্যাণকে প্রদর্শন করে৷

উদ্বোধনী অধিবেশনে চীনের প্রেসিডেন্টের সি চিন পিংয়ের অভিনন্দন বার্তায়ও ওঠে এসেছে এমন আশার কথা।

প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, বর্তমান বিশ্বে অর্থনৈতিক পুনরুদ্ধার এখনো দুর্বল, তাই বিভিন্ন দেশের উচিত ঐক্যবদ্ধভাবে যৌথ উন্নয়ন বাস্তবায়ন করা। চীন সবসময় বিশ্ব উন্নয়নের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে। চীন দৃঢ়ভাবে উচ্চমানের উন্মুক্তকরণ বাস্তবায়ন করবে, অর্থনীতির বিশ্বায়নকে আরো উন্মুক্ত, সহনশীল, ভারসাম্যপূর্ণ এবং অভিন্ন কল্যাণের দিকে উন্নয়নকে জোরদার করবে। তিনি আশা করেন, সিআইআইই নতুন উন্নয়ন কাঠামোর জানালার মত ভূমিকা পালন করবে, চীনের নতুন উন্নয়ন বিশ্বের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের উদ্বোধনী বক্তব্যেও ছিল চীনের উচ্চমানের উন্মুক্তকরণে প্রেসিডেন্ট সি’র প্রতিধ্বনী। প্রধানমন্ত্রী লি বলেন, চীনে ১.৪ বিলিয়ন জনসংখ্যা এবং ৪০০ মিলিয়নেরও বেশি লোকের একটি মধ্যম আয়ের গোষ্ঠী রয়েছে, যা বাজারের চাহিদার ক্ষেত্রে বিশাল সম্ভাবনাকেই তুলে ধরে।

চীন সর্বদা তার বাজারের সুযোগগুলো ভাগ করে নিতে ইচ্ছুক উল্লেখ করে লি বলেন, আগামী পাঁচ বছরে চীনের পণ্য ও পরিষেবার আমদানি ১৭ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছবে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn