বাংলা

চতুর্থ প্রান্তিকে অর্থনৈতিক উন্নয়ন স্থিতিশীল করার বিভিন্ন চালিকাশক্তি

CMGPublished: 2023-10-30 11:20:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ৩০: সম্প্রতি চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের আঞ্চলিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কিত আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ও আগামী বছর অর্থনীতির গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড সমন্বয় করার পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি, বাস্তব অর্থনীতি জোরদার করা, ঝুঁকি প্রতিরোধ এবং জীবিকা রক্ষা করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ক্যাটারিং শিল্পের উচ্চ গুণগত মানের উন্নয়ন সংক্রান্ত নির্দেশনামূলক প্রস্তাব নির্ধারণ করতে চেষ্টা করছে কর্তৃপক্ষ, সেই সঙ্গে, গাড়ি, বাড়ি, ইলেক্ট্রোনিক পণ্য কেনাকাটা এবং গাড়ি বাজারের উচ্চ গুণগত মানের উন্নয়নসহ বিভিন্ন নীতিগত ব্যবস্থাও কার্যকর করা হচ্ছে।

এ বছরের চতুর্থ প্রান্তিকে এক ট্রিলিয়ন ইউয়ানের জাতীয় ঋণ দেবে কেন্দ্রীয় ব্যাংক। সেই থেকে অর্থনীতির স্থিতিশীল উন্নয়নের তীব্র সংকেত পাওয়া গেছে। জলসেচ মন্ত্রণালয় এবং পরিবহন মন্ত্রণালয় সম্প্রতি পৃথক পৃথকভাবে পরবর্তীতে পুঁজি বিনিয়োগে স্থিতিশীল করার গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডগুলো স্থির করেছে।

জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মহাপরিচালক চেং চা চিয়ে কিছু আঞ্চলিক অর্থনৈতিক পরিস্থিতিসংক্রান্ত আলোচনা সভার সভাপতিত্ব করেছেন। তিনি বলেছেন, এ বছর থেকে অর্থনীতির প্রবাহ অব্যাহতভাবে ভাল দিকে যাচ্ছে, তবে এতে কিছু ঝামেলা ও স্পষ্ট সমস্যা রয়েছে।

জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক পরিসংখ্যানে বলা হয়, এ বছরের প্রথম নয় মাসে চীনের জিডিপি’র পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৫.২ শতাংশ বেশি, এর মধ্যে তৃতীয় প্রান্তিকে জিডিপি’র পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৪.৯ শতাংশ বেশি এবং গত মাসের তুলনায় ১.৩ শতাংশ বেশি। জাতীয় অর্থনীতির অব্যাহত পুনরুদ্ধার এবং অব্যাহতভাবে ভাল দিকে এগিয়ে যাওয়ার প্রবণতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। বহু ক্ষেত্রে ইতোমধ্যে সক্রিয় পরিবর্তন ঘটেছে। তবে, অর্থনীতির প্রবাহের বাইরের পরিবেশ অধিক থেকে অধিকতর জটিল এবং অভ্যন্তরীণ চাহিদা আরও দুর্বল হওয়ার দ্বন্দ্ব আরও প্রবল হয়ে উঠেছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn