বাংলা

চীনের শেনচৌ-১৭ মহাকাশ মিশন প্রসঙ্গ

CMGPublished: 2023-10-27 15:16:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ২৭: থাং হুং বো, থাং শেং চিয়ে এবং চিয়াং সিন লিন - এই তিন জন মহাকাশচারীকে বহনকারী চীনের শেনচৌ-১৭ মানববাহী নভোযান গতকাল (বৃহস্পতিবার) সকালে জিউ ছুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে মহাকাশে উৎক্ষেপিত হয়। মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর এই তিন মহাকাশচারী কী কী ধরনের মহাকাশ বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন? মহাকাশে গবেষণা ও পরীক্ষা চালানোর কী কী সুবিধা আছে? এসব গবেষণা মানবজাতির ভবিষ্যৎ জীবনে কেমন প্রভাব ফেলবে?

শেনচৌ-১৭ মানববাহী নভোযান নির্ধারিত কক্ষপথে প্রবেশের পর বেইজিং সময় বিকাল ৫টা ৪৬ মিনিটে সফলভাবে মহাকাশ স্টেশনের থিয়ান হ্য কোর মডিউলের সামনের দিক থেকে সংযুক্ত হয়। সংযুক্ত হতে সাড়ে ৬ ঘন্টা সময় লাগে। এরপর নভোচারী থাং হুং বো, থাং শেং চিয়ে এবং চিয়াং সিন লিন থিয়ান হ্য কোর মডিউলে প্রবেশ করেন। এর মধ্য দিয়ে চীনের মহাকাশ স্টেশন সবচেয়ে তরুণ ক্রুদের অভ্যর্থনা জানিয়েছে।

শেনচৌ-১৭ মানববাহী মহাকাশযানটি স্পেস স্টেশনের থিয়ানহ্য কোর মডিউলের ফরোয়ার্ড পোর্টে সফলভাবে ডক করে। চীনা মহাকাশ স্টেশনটি থিয়ান হ্য কোর মডিউল, ওয়েন থিয়ান পরীক্ষা মডিউল এবং শেনচৌ মহাকাশযানসহ ‘তিনটি কেবিন এবং তিনটি উড়জাহাজ’-এর কাঠামো তৈরি করেছে।

বেইজিং অ্যারোস্পেস কন্ট্রোল সেন্টারের কর্মী লি সিয়াও মিং জানান, এবারের ক্রু ঘূর্ণন কাজগুলো মূলত অতীতের মতোই। কর্মীরা সাবধানে দুটি লক্ষ্য নিয়ন্ত্রণ, কক্ষপথ সমন্বয়, অবস্থা নিয়ন্ত্রণ এবং সর্বোচ্চ মানদণ্ডে মহাকাশ ও পৃথিবীর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা নিশ্চিত করার উপর গুরুতারোপ করবেন।

লি সিয়াও মিং বলেন, স্থলকেন্দ্রের কাছে আমাদের মানববাহী মহাকাশযান এবং থিয়ান হ্য কোর মডিউলের ফরোয়ার্ড, রেডিয়াল এবং ব্যাকওয়ার্ড ডকিং নিযন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। কারণ ডকিংয়ের অবস্থা ভিন্ন, ফরোয়ার্ডে ডকিং করতে মহাকাশ এবং স্থলকেন্দ্রের সঙ্গে যোগাযোগের দক্ষতা বেশি, নিয়ন্ত্রণের পরিবেশও আরও ভালো।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn