বাংলা

চীনা নারীদের ১৩তম জাতীয় কংগ্রেস প্রসঙ্গ

CMGPublished: 2023-10-24 14:18:44
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ২৪: চীনা নারীদের ১৩তম জাতীয় কংগ্রেস গতকাল (সোমবার) সকালে বেইজিংয়ের গণ-মহাভবনে উদ্বোধন হয়েছে। সি চিন পিং, লি ছিয়াং, চাও ল্য চি, ওয়াং হু নিং, ছাই ছি, লি সি, প্রমূখ নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন মহলের প্রায় ১৮০০ জন নারী প্রতিনিধি এবং ৯০ জন হংকং, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের বিশেষ প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিচ্ছেন।

চীনা কমিউনিস্টি পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, তিং সুয়েই সিয়াং "একটি শক্তিশালী দেশ এবং জাতীয় পুনরুজ্জীবনের মহান উদ্দেশ্য পূরণের জন্য নতুন যুগে ‘অর্ধেক আকাশের একটি চমত্কার অধ্যায় লেখা’” শিরোনামের একটি বক্তৃতা প্রদান করেন। তিনি সম্মেলনে অংশগ্রহণকারীদের এবং দেশব্যাপী নারী ও নারী কর্মীদের শুভেচ্ছা জানান। তিনি হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল এবং তাইওয়ান প্রদেশের নারীদেরও শুভেচ্ছা জানান।

তিং শুয়েই সিয়াং তার বক্তৃতায় বলেন, চীনের দ্বাদশ নারী জাতীয় কংগ্রেসের পর থেকে সি চিন পিং-এর নেতৃত্বে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির বলিষ্ঠ নেতৃত্বে, কোটি কোটি চীনা নারী দারিদ্র্যবিমোচনের প্রধান যুদ্ধক্ষেত্রে কঠোর পরিশ্রম করেছেন। তাঁরা বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনে কাজ করেছেন এবং মহামারীর বিরুদ্ধে লড়াই করেছেন। এতে "অর্ধেক আকাশ"-এর ভূমিকা সম্পূর্ণরূপে প্রদর্শিত হয়েছে এবং নারীসমাজের উন্নয়ন সব দিক দিয়েই অগ্রসর হচ্ছে। সকল স্তরে মহিলা ফেডারেশনগুলো নারীদের আদর্শিক ও রাজনৈতিক নেতৃত্বকে শক্তিশালী করার জন্য, নতুন যুগে অবদান রাখতে নারীদের ঐক্যবদ্ধ ও সংগঠিত করতে, পারিবারিক শিক্ষাদান এবং পারিবারিক ঐতিহ্যের উদ্ভাবন ও প্রচারের জন্য, অধিকার সুরক্ষা এবং যত্নের পরিষেবা প্রদান করার জন্য আন্তরিকভাবে, সক্রিয়ভাবে চেষ্টা করে যাচ্ছে। আন্তর্জাতিক আদান-প্রদান ও সহযোগিতা চালিয়ে যাওয়া হচ্ছে, নারী ফেডারেশনের সংস্কারকে আরও গভীর করা হচ্ছে, যা সিপিসি’র শাসনের ব্যাপক ভিত্তিকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn