বাংলা

চীনের সবুজ উন্নয়ন সম্বন্ধে জাতিসংঘের সাবেক উপমহাসচিবের মন্তব্য প্রসঙ্গ

CMGPublished: 2023-10-23 14:02:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ২৩: সম্প্রতি জাতিসংঘের সাবেক উপ-মহাসচিব, "বেল্ট অ্যান্ড রোড" গ্রিন ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল অ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান, "বেল্ট অ্যান্ড রোড" গ্রিন ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটের সভাপতি এরিক সোলহেইম তৃতীয় বিআরআই সহযোগিতা আন্তর্জাতিক শীর্ষ ফোরামে অংশ নেন এবং চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে দেওয়া এক সাক্ষাত্কারে চীনের সবুজ উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

সাক্ষাত্কারে তিনি বলেন, এবারের শীর্ষ ফোরামে তিনি সবুজ উন্নয়ন উচ্চপদস্থ ফোরামে অংশগ্রহণ করেন। সব উন্নয়নশীল দেশ প্রধানত চীনের সবুজ উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ ক্ষেত্রের জ্ঞান ও অভিজ্ঞতার ওপর খুব গুরুতারোপ করে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, চীন কিভাবে সবুজ খাতে পুঁজি বিনিয়োগ আকর্ষণ করেছে।

সোলহেইম বলেন, চলতি বছর হল ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ উত্থাপনের দশম বার্ষিকী। বিগত দশ বছরে বিআরআই-এর ফ্রেন্ড সার্কেল আরও বড় হয়েছে। বিআরআই সহযোগিতা এশিয়া ও ইউরোপ থেকে আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা অঞ্চলে ছড়িয়েছে। ২০২৩ সালের আগস্ট মাস পর্যন্ত, চীন ১৫০টিরও বেশি দেশ, ৩০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে দুই শতাধিক সহযোগিতা দলিল স্বাক্ষর করেছে, যার মধ্যে যৌথভাবে সবুজ রেশমপথ নির্মাণ করা হল গুরুত্বপূর্ণ একটি বিষয়। চীন ৪০টিরও বেশি দেশের ১৫০টিরও বেশি সহযোগিতা অংশীদারের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ সবুজ উন্নয়ন আন্তর্জাতিক লীগ প্রতিষ্ঠা করেছে। ৩২টি দেশের সঙ্গে বিআরআই জ্বালানি সহযোগিতা অংশীদারিত্বের সম্পর্ক স্থাপন করেছে; ব্যাপকভাবে সবুজ বিনিময় ও সহযোগিতার মঞ্চ গড়ে তুলেছে।

সোলহেইম বিআরআই-এর কথা উল্লেখ করে বলেন, যখন প্রথমবার এই উদ্যোগের কথা শোনেন, তখন একে খুব গুরুত্বপূর্ণ মনে হয়নি তার কাছে। তবে, খুব তাড়াতাড়ি তিনি বুঝতে পারেন যে, এই উদ্যোগ হল বর্তমান যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন উদ্যোগ। কারণ, চীনের অভিজ্ঞতা শেয়ার করার, প্রযুক্তি হস্তান্তরের সামর্থ্য রাখে। অবশ্য, অন্যান্য উন্নয়নশীল দেশে পুঁজি বিনিয়োগের যথেষ্ঠ সামর্থ্যও আছে চীনের। তাই তিনি বুঝতে পেরেছেন যে, এই উদ্যোগ খুব ভালো ও বিশাল।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn