বাংলা

সংবাদ পর্যালোচনা: ফিরে দেখা- বিআরআই শীর্ষ ফোরাম

CMGPublished: 2023-10-21 19:19:45
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তৃতীয় ‘বেল্ট অ্যান্ড রোড’ আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরাম বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং মূল ভাষণ দিয়েছেন। তার আগের দিন ফোরামে অংশগ্রহণকারী বিদেশি অতিথিদের সম্মানে স্বাগত ভোজ আয়োজন করা হয়। এদিকে বিআরআই আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরাম সফল হয়েছে বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বিস্তারিত থাকছে সংবাদ পর্যালোচনায়।

চীনের প্রেসিডেন্ট জনাব সি চিন পিং উদ্বোধনী অনুষ্ঠানে মূল ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি বলেছেন, যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রতিষ্ঠায় সহযোগিতা ও পারস্পরিক সাহায্যে বেশ জোর দেওয়া হয়। এর লক্ষ্য হল ভালোভাবে নিজর উন্নয়ন এবং অন্যদেরও ভালো উন্নয়ন। জনাব সি বলেন, উন্নয়নের উপায় হল পারস্পরিক যোগাযোগ ও কল্যাণকর সহযোগিতা। মতাদর্শগত দ্বন্দ্ব এড়ানো, ভূ-রাজনৈতিক খেলা বা জোটগত রাজনৈতিক সংঘাত না-করা এবং একতরফা নিষেধাজ্ঞা, অর্থনৈতিক জবরদস্তি ও সম্পর্কচ্ছেদের বিরোধিতা করার কথাও বলেন জনাব সি চিন পিং। বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা যেন ফ্রিহ্যান্ড পেইন্টিং থেকে সূক্ষ্ম পেইন্টিং পর্যায়ে প্রবেশ করেছে, পরিকল্পনা থেকে বাস্তবতায় রূপান্তরিত হয়েছে, বিভিন্ন বৈশিষ্ট্যময় প্রকল্প আর গণজীবিকার সুবিধাজনক ক্ষুদ্র প্রকল্প ধাপে ধাপে বাস্তবায়িত হয়েছে।

এবারের শীর্ষ ফোরামে চীন উচ্চ মানের ‘বেল্ট এন্ড রোড’ যৌথ নির্মাণের জন্য আটটি কার্যক্রম তুলে ধরেছে। এর মধ্যে একটি হলো সবুজ উন্নয়ন জোরদার করা। চীন ‘সবুজ পানি ও পাহাড় হলো স্বর্ণ ও রূপা পাহাড়’ ধারণায় অবিচল রয়েছে। চীন ব্যাপকভাবে সবুজ ও নিম্ন কার্বন প্রযুক্তি উন্নত করবে। সবুজ পরিবর্তনকে উন্নয়নের নতুন চালিকাশক্তি করেছে। দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে সবুজ রূপান্তর মানবজাতির সাধারণ বাসস্থান রক্ষায় সহায়ক।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn