বাংলা

এক দিনে ৯জন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক চীনা প্রেসিডেন্টের

CMGPublished: 2023-10-20 14:26:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তৃতীয় ‘বেল্ট অ্যান্ড রোড’আন্তর্জাতিক শীর্ষ সহযোগিতা ফোরাম ১৮ অক্টোবর শেষ হলেও পরের দিন ভীষণ ব্যস্ত সময় পার করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। একদিনেই তিনি ফোরামে অংশ নিতে আসা ৯জন নেতার সঙ্গে বৈঠকে মিলিত হন।

কেন এবারের ফোরাম ১০ হাজারেরও বেশি অতিথিকে আকর্ষণ করে? কেন এ ফোরামকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে মনে করা হয়?

আঠারো অক্টোবর রাতে ‘বেল্ট অ্যান্ড রোড’ আন্তর্জাতিক শীর্ষ সহযোগিতা ফোরামের মূল ফলাফল প্রকাশিত হয়। এবারের ফোরামে মোট ৪৫৮টি বিষয়ে সুফল অর্জিত হয়, যা দ্বিতীয় ফোরামের তুলনায় অনেক বেশি। পাশাপাশি ফোরামের সচিবালয় প্রতিষ্ঠার কথাও ঘোষণা করা হয়। বিভিন্ন পক্ষ একমত হয় যে, এবারের শীর্ষ ফোরাম হচ্ছে ‘বেল্ট অ্যান্ড রোড’-এর যৌথ নির্মাণের নতুন একটি মাইলফলক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর বক্তব্যে ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রস্তাবের সাফল্যের তিনটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সারসংক্ষেপ করেন। এর মধ্যে একটি হলো কেবল সহযোগিতার মাধ্যমে ভাল ও বড় কাজ করা যায়।

শীর্ষ ফোরাম চলাকালে ১৫১টি দেশ ও ৪১টি আন্তর্জাতিক সংস্থার ১০ হাজারের বেশি অতিথি বেইজিংয়ে মিলিত হন। তারা মৈত্রী, সহযোগিতা ও উন্নয়নের জন্য আসেন এবং মতৈক্য, স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি অর্জন করেন।

উচ্চ-মানের উন্নয়ন যেমন বর্তমানে চীনের প্রধান কর্তব্য তেমনি এর মধ্য দিয়ে বিশ্বের কাছে চীন গুরুত্বপূর্ণ ধারণা ও কৌশল পৌঁছে দেয়। এবারের শীর্ষ ফোরামের প্রতিপাদ্য হলো উচ্চ-মানের ‘বেল্ট অ্যান্ড রোড’ যৌথ নির্মাণ এবং অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন। উচ্চ-মানের ‘বেল্ট অ্যান্ড রোড’ যৌথ নির্মাণের সমর্থনে ৮টি কার্যক্রম ঘোষণা করেন চীনা প্রেসিডেন্ট। ফোরাম চলাকালে আন্তঃযোগাযোগ, ডিজিটাল অর্থনীতি ও সবুজ উন্নয়ন বিষয়ক তিনটি উচ্চ-পর্যায়ের শাখা ফোরাম আয়োজিত হয়।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn